বারাসত, 2 ডিসেম্বর : সারদা চিটফান্ড কাণ্ডে তাঁর বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা । জেল থেকে ছাড়া পেলেও মাঝেমধ্যেই সেই মামলাগুলিতে হাজিরা দিতে বিভিন্ন আদালতে যেতে হয় তাঁকে । এবিষয়ে আজ ক্ষোভ প্রকাশ করলেন কুণাল ঘোষ । রাজ্যসভার প্রাক্তন এই সাংসদ বলেন, "এই মামলাগুলি তৈরি করেছিলেন রাজীব কুমার । তাঁর বিরুদ্ধেই তো তদন্ত চলছে । তাহলে তাঁর তৈরি করা মামলায় আমি দিনের পর দিন হাজিরা দেব কেন ? কেন এই হয়রানি ?" পাশাপাশি এই হয়রানি থেকে বাঁচতে মামলাগুলির দৈনিক শুনানির জন্য তাঁর আইনজীবী আদালতে আবেদন করেছেন বলে জানান কুণাল ।
সারদা চিটফান্ড কাণ্ডে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে একটিতে হাজিরা দিতে আজ বারাসত আদালতে আসেন কুণাল । সেখানে সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করেন তিনি । বলেন, " এই মামলাগুলি এগোতে পারে না । কারণ এই মামলা তৈরি করেছিল SIT । যার নেতৃত্বে ছিলেন রাজীব কুমার । তাঁর বিরুদ্ধেই তদন্ত চলছে । তাই তাঁর তৈরি করা মামলাগুলোর বিচার নিয়ে এগোনোটা বোধ হয় নৈতিকভাবে ঠিক হচ্ছে না । কিন্তু আদালতের বিরুদ্ধে আমার এখনও পর্যন্ত কোনও বক্তব্য নেই । বিশেষ আদালতে মামলা চলছে । আমি নিশ্চিতভাবে মনে করি, যেখানে রাজীব কুমারের বিরুদ্ধেই তদন্ত চলছে, সেখানে তাঁর তৈরি করা মামলায় আমি এখানে দিনের পর দিন কেন হাজিরা দেব ? কেন হয়রান হব ?"