পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kolkata Police SI Arrested: যুবককে বনেটে চাপিয়ে 1 কিলোমিটার গাড়ি ছোটালেন এসআই ! শ্রীঘরে অভিযুক্ত - কলকাতা পুলিশ

যুবককে ধাক্কা মেরে বনেটে চাপিয়ে গাড়ি ছোটালেন এসআই ! সোদপুরের ঘটনায় গ্রেফতার কলকাতা পুলিশের এসআই (Kolkata Police SI Arrested) !

Kolkata Police SI Arrested for hitting a man by Car
Kolkata Police SI Arrested: যুবককে বনেটে চাপিয়ে 1 কিলোমিটার গাড়ি ছোটালেন এসআই ! শ্রীঘরে অভিযুক্ত

By

Published : Jun 19, 2022, 9:26 PM IST

বারাকপুর, 19 জুন:গাড়ি পার্কিং নিয়ে সামান্য বচসার জের ৷ এক যুবককে ধাক্কা মেরে বনেটে তুলে সেই অবস্থাতেই প্রায় 1 কিলোমিটার গাড়ি 'ছুটিয়ে' নিয়ে গেলেন এক ব্যক্তি ৷ এখানেই শেষ নয় ৷ গাড়ি থামানোর পর ওই যুবককে বেধড়ক মারধরও করেন তিনি ৷ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি নিজেই একজন পুলিশকর্মী ! তিনি কলকাতা পুলিশের একজন সাব-ইন্সপেক্টর ৷ সৌমেন দাস নামে ওই ব্যক্তি বর্তমানে লেক থানায় কর্মরত রয়েছেন ৷ গ্রেফতার (Kolkata Police SI Arrested) হওয়ার পর তাঁকে একদিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে বারাকপুর আদালত ৷

অভিযোগকারী যুবকের নাম রবি সিং ৷ খড়দহের বাসিন্দা ওই যুবক এমবিএ-র ছাত্র ৷ তাঁর দাবি, শনিবার রাত 10 টা নাগাদ সোদপুরে বিটি রোডের কাছে একটি রেস্তোরাঁয় খাবার কিনতে যান তিনি ৷ খাবারের অর্ডার দিয়ে রেস্তোরাঁর বাইরেই নিজের গাড়ি দাঁড় করিয়ে রাখেন রবি ৷ অভিযোগ, সেই সময়েই অভিযুক্ত পুলিশকর্মীর সঙ্গে গাড়ি রাখা নিয়ে সামান্য বচসা হয় তাঁর ৷ রবি ওই পুলিশকর্মীর গাড়ির সামনেই দাঁড়িয়ে ছিলেন ৷ তখন হঠাৎই তাঁর দিকে গাড়ি চালিয়ে তাঁকে নিজের গাড়ির বনেটে তুল নেন সৌমেন ৷

আরও পড়ুন:Bidhannagar Arrest: সাক্ষী সিসিটিভি, সল্টলেকে ছিনতাই করে ধৃত মানিকতলার যুবক

রবির দাবি, ওই অবস্থাতেই দ্রুতগতিতে গাড়ি চালাতে শুরু করেন সৌমেন ৷ আর গাড়ির বনেট আঁকড়ে ধরে লাগাতার চিৎকার করতে থাকেন রবি ৷ এমন ঘটনা দেখে তাজ্জব বনে যায় পথচলতি মানুষ ৷ কিন্তু, কেউই রবিকে সাহায্যের জন্য এগিয়ে আসেনি ৷ এরপর একটি পেট্রল পাম্পের কাছে গাড়ি থামান সৌমেন ৷ রবিও কোনও মতে বনেট থেকে নেমে দাঁড়ান ৷ কিন্তু, তিনি সামলে ওঠার আগে সৌমেন তাঁকে বেধড়ক মারতে শুরু করেন বলে অভিযোগ ৷ তারপর নিজের গাড়ি নিয়ে চম্পট দেন ৷ প্রসঙ্গত, সৌমেন যে গাড়িটি চালাচ্ছিলেন, তার সামনের কাচে 'পুলিশ' স্টিকার লাগানো ছিল ৷

পুলিশকর্মীকে কাঠগড়ায় তুলেছেন আক্রান্ত রবি সিং ৷

পরে খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রবি ৷ তারই ভিত্তিতে সৌমেনকে গ্রেফতার করা হয় ৷ রবিবার তাঁকে বারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয় ৷ বিচারক ধৃতকে একদিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ৷

ABOUT THE AUTHOR

...view details