পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গুন্ডাদমন শাখার তল্লাশিতে উদ্ধার আগ্নেয়াস্ত্র, ধৃত তিন

রাতভর তল্লাশি চালিয়ে কলকাতা ও রাজারহাট থেকে তিনজনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র৷ বিধানসভা ভোটের আগে শহরকে শান্ত রাখতেই এই তৎপরতা৷

wb-kol-arms recovery -arrest-7209715
গুন্ডাদমন শাখার তল্লাশিতে উদ্ধার আগ্নেয়াস্ত্র, ধৃত তিন

By

Published : Feb 3, 2021, 4:09 PM IST

কলকাতা, 3 ফেব্রুয়ারি : বিধানসভা নির্বাচনের আগে কলকাতা শহরের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা যাতে কোনওভাবেই বিঘ্নিত না হয়, তা নিশ্চিত করতে কোমর বেঁধে মাঠে নেমেছে লালবাজারের গোয়েন্দা শাখা।

30 জানুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্স এলাকা থেকে একাধিক আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছিলেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। সেই ঘটনায় ধৃতদের জেরা করে এবার আরও অস্ত্র সরবরাহকারীর নাগাল পেলেন তাঁরা৷

সূত্রের খবর, কলকাতার বন্দর এলাকা মেটিয়াবুরুজ-সহ বিধাননগর কমিশনারেটের আওতাধীন রাজারহাট চৌমাথা-সহ একাধিক জায়গায় রাতভর তল্লাশি চালিয়ে মোট তিনজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র।

ধৃত তিনজনের মধ্যে মহসিন ইসলামকে রাজারহাট থানা এলাকার চৌমাথা থেকে গ্রেপ্তার করা হয়৷ তার কাছ থেকে উদ্ধার হয় একটি স্কুটার৷ অভিযোগ, সেই স্কুটারের পিছনেই রাখা ছিল আগ্নেয়াস্ত্র।

মহসিনকে জেরা করে তার বেশ কয়েকজন সঙ্গীর খোঁজ পান গোয়েন্দারা৷ উঠে আসে সফিকুল গাজি নামে এক যুবকের নাম৷ সফিকুল উত্তর 24 পরগনার গোবরডাঙার বাসিন্দা৷ তবে সেখানে তল্লাশি চালিয়ে তার খোঁজ পাওয়া যায়নি। গোয়েন্দারা জানতে পারেন বাড়ি থেকে পালিয়ে মেটিয়াবুরুজের একটি ভাড়াবাড়িতে রয়েছে সফিকুল৷ এরপরই তাকে মেটিয়াবুরুজ থেকে গ্রেপ্তার করা হয়৷

মহসিন ও সফিকুলকে জেরা খোঁজ মেলে অশান্তি ইসলাম নামে আরও এক অভিযুক্তের৷ তাকে রাজারহাট থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন:দিল্লিতে বিস্ফোরণের জেরে তৎপরতা বাড়াল কলকাতা পুলিশ

ধৃতদের প্রত্যেকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে কোলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা। অস্ত্রপাচারে আরও কারা তাদের সঙ্গে জড়িয়ে রয়েছে, সন্ধান চালানো হচ্ছে তারও৷

ABOUT THE AUTHOR

...view details