পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গলা কেটে খুন যুবতিকে, শওহরসহ গ্রেপ্তার 2 - স্বরূপনগর

গলা কেটে এক মহিলাকে খুন করার অভিযোগে গ্রেপ্তার স্বামী। একই সঙ্গে এই ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে শ্বশুর আতর আলিকেও।মৃত মহিলার নাম মেনকা বিবি (32)।

House Wife Murder at Swarupnaga
গলা কেটে মহিলাকে খুন

By

Published : Mar 15, 2020, 5:58 PM IST


স্বরূপনগর, 15 মার্চ : যুবতিকে গলা কেটে খুনের অভিযোগে গ্রেপ্তার শওহর। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার ভেকুটিয়া গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম মেনকা বিবি (32)। ধৃত শওহরের নাম আজ়িজ় আলি। ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে শ্বশুর আতর আলিকেও।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিকাহর পর থেকে বিভিন্ন বিষয়ে আজ়িজ় ও মেনকার মধ্যে অশান্তি হত । অভিযোগ, সম্প্রতি বাপেরবাড়ি থেকে টাকা আনতে মেনকার উপর আজ়িজ় চাপ সৃষ্টি করে। আর তাতে মদত দেয় মেনকার শ্বশুর আতর আলি। রবিবার সকালে বাপেরবাড়ি থেকে টাকা আনার জন্য আজ়িজ় ফের চাপ দেয়। কিন্তু, মেনকা তা অস্বীকার করেন। তখন শওহর-বিবির মধ্যে তুমুল অশান্তি শুরু হয়। শ্বশুর আতর আলি ছেলেকে সমর্থন করে। সেইসময় আজ়িজ় ঘর থেকে বঁটি নিয়ে এসে মেনকার উপর ঝাঁপিয়ে পড়ে। তাঁর গলায় সজোরে কোপ বসিয়ে দেয়। পিঠেও কোপ মারে। রক্তাক্ত অবস্থায় মেনকা লুটিয়ে পড়েন। ঘটনাস্থানেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মেনকার রক্তাক্ত দেহ উদ্ধার করে।

পুলিশ বঁটিটি বাজেয়াপ্ত করেছে।

ABOUT THE AUTHOR

...view details