দমদম, 14 অক্টোবর: ছেলে আটকে যুদ্ধ-বিধ্বস্ত ইজরায়েলে ৷ চিন্তার ভাঁজ পড়েছিল পরিবারের কপালে ৷ অবশেষে দুঃস্বপ্নের দিন শেষ ৷ শনিবার বাড়ি ফিরলেন উত্তর 24 পরগনার খড়দার বাসিন্দা দিব্য মুখোপাধ্যায় । এ দিন ইজরায়েল থেকে প্রথমে দিল্লি ৷ তারপর সেখান থেকে কলকাতায় ফিরলেন তিনি ৷ বিমানবন্দরে দাঁড়িয়ে যুদ্ধ-বিধ্বস্ত ইজরায়েলে থাকাকালীন নিজের অভিজ্ঞতার কথা শোনালেন দিব্য । কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে দিব্য বলেন, "7 অক্টোবরের দিনটা ভয়ানক ছিল ৷ কিন্তু আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাচ্ছিল ৷ তবে একের পর এক হামলার পর ভারত সরকার ঠিক করল আমাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে ৷ তখন আমি বিন্দুমাত্র দেরি না করে ঠিক করলাম ভারতে ফিরে আসব ৷"
তাঁর কথায়, তিনি সেন্ট্রাল ইজরায়েলে থাকেন ৷ ভোর সাড়ে 6টা নাগাদ সাইরেন আওয়াজ শুনে দিব্যর ঘুম ভাঙে ৷ ইজরায়েলে সাইরেন বাজা মানে আপনি যেখানেই থাকুন দেড় মিনিটের মধ্যে কাছের কোনও সেল্টার সেন্টারে পৌঁছে যেতে হবে ৷ সাড়ে 6 টা থেকে 9টা 40 পর্যন্ত সাইরেন বাজে ৷ তারপরেই একের পর এক মৃত্যুর খবর আস্তে শুরু করে ৷ তিনি বলেন, "যে কয়েকদিন আমরা ইজরায়েলে ছিলাম কোনওভাবে ইন্টারনেট, জল বা খাবার নিয়ে কোন সমস্যা হয়নি আমাদের ।"