কামদুনি, 7 অক্টোবর : 2013 সালের 7 জুন । কামদুনির নির্যাতিতার মৃত্যুর পর কেটে গিয়েছে সাতটি বছর । তারপরও সুবিচার মেলেনি । তাই হাথরস কাণ্ডের পরই ফের একবার সরব হল কামদুনি । পথে নামল সুবিচারের আশায় । নির্যাতিতা যুবতির মূর্তিতে প্রথমে মাল্যদান করা হয় কামদুনি প্রতিবাদী মঞ্চের তরফে । মোমবাতি জ্বালিয়ে স্মরণ করা হয় তাঁকে । পরে সুবিচার চেয়ে কামদুনি মোড়ে জড়ো হন প্রতিবাদী মঞ্চের সদস্যরা । সেখানে হাজির ছিলেন নির্যাতিতার পরিবার, গ্রামের বাসিন্দা সহ বিশিষ্টরা ।
2016 সাল থেকে কামদুনি মামলা ঝুলে রয়েছে কলকাতা হাইকোর্টে । নিম্ন আদালত দোষী তিনজনকে ফাঁসির সাজা শোনালেও অপর তিনজনের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয় । সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যায় সাজাপ্রাপ্তরা । তবে এখনও মামলার নিষ্পত্তি হয়নি । এই নিয়েই সরব হয় কামদুনি প্রতিবাদী মঞ্চ । হাথরস কাণ্ড নাড়িয়ে দিয়েছে কামদুনির নির্যাতিতার পরিবারকেও । তাঁরাও চাইছেন হাথরসের নির্যাতিতার পরিবার সুবিচার পাক । সেই সঙ্গে কামদুনির দোষীদেরও দ্রুত সাজা দেওয়া হোক । এই দাবিতেই আজ পথে নেমে প্রতিবাদে সামিল হন কামদুনির বাসিন্দারা ।