কলকাতা, 16 অগাস্ট : কোরোনা আক্রান্ত কামারহাটির বিধায়ক মানস মুখোপাধ্যায় । রবিবার তাঁর জ্বর হয় । পরে তা সেরে গেলেও সন্দেহ হওয়ায় বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার কামারহাটির CPI(M)বিধায়ক মানস মুখোপাধ্যায় কোরোনা টেস্ট করান। শনিবার তাঁর রিপোর্ট পজিটিভ আসে । এর পর কামারহাটির বিধায়ককে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত স্থিতিশীল অবস্থায় রয়েছেন মানস মুখোপাধ্যায় । হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে অক্সিজেন দেওয়া হয়েছে ।
কামারহাটি বিধানসভা কেন্দ্রের দীর্ঘদিনের বিধায়ক মানস মুখোপাধ্যায়। 2001 সালে তিনি বিধায়ক হন । 2011 সালে তাঁকে হারান তৃণমূলের মদন মিত্র । 2016 সালে মদন মিত্রকে হারিয়ে ফের বিধায়ক হন মানস মুখোপাধ্যায় । গত রবিবার জ্বর হলেও পরেই তা সেরে যায়। এরপর করোনার টেস্ট হওয়ার পর জানা যায় তিনি কোরোনা আক্রান্ত হয়েছেন। নিজেই কোরোনা আক্রান্ত হওয়ার কথা ফেসবুকে জানান তিনি ।