পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আইনজীবী বিপ্লবকে ফিরিয়ে আনতে হবে, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ অনুপমের মা - manua majumder

অনুপম হত্যা মামলায় আইনজীবী বিপ্লবকে ফিরিয়ে আনতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ অনুপমের মা।

কল্পনা সিংহ

By

Published : Mar 29, 2019, 3:28 PM IST

Updated : Mar 29, 2019, 3:33 PM IST

বারাসত, 29 মার্চ : পরিকল্পনা করেই অনুপম হত্যা মামলায় সরকারি আইনজীবী বিপ্লব রায়কে সরিয়ে দেওয়া হয়েছে। এর জন্য অভিযুক্তের পক্ষ থেকে প্রচুর টাকাও খরচ করা হয়েছে। সরকারি আইনজীবী বিপ্লব রায়কে মামলা থেকে সরিয়ে দেওয়া প্রসঙ্গে এই অভিযোগ করলেন অনুপম সিংহের মা কল্পনা সিংহ। সরকারি আইনজীবী বিপ্লব রায়কে ফিরিয়ে আনানোর দাবিতে গতকাল সকালে মুখ্যমন্ত্রীর বাড়িতে যান তিনি। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "অনেক আগে থেকেই সরকারি এই আইনজীবীকে সরানোর পরিকল্পনা চলছিল। এজন্য ওরা(অভিযুক্ত পক্ষ) প্রচুর টাকাও খরচ করেছে।"

বারাসতে বেসরকারি সংস্থার কর্মী অনুপম সিংহের মৃত্যু মামলা বেশ কয়েকদিন ধরে চলছে। BJP-র এক মহিলা কর্মীর স্বামীর হয়ে মামলা লড়ার জন্য বিপ্লববাবুকে সরিয়ে দেওয়া হয়েছে বলে মনে করছেন তিনি। এক্ষেত্রে মামলায় প্রভাব পড়তে পারে বলেও মনে করেছেন। এবিষয়ে কল্পনা সিংহকে প্রশ্ন করা হলে তিনি মনে করেন, "মামলায় প্রভাব পড়ার তো আশঙ্কা রয়েছে। এর আগে ওরা(মনুয়া ও তার প্রেমিক অজিত)জামিন পাওয়ার আপ্রাণ চেষ্টা করেছে। প্রতিবারই সরকারি আইনজীবী বিপ্লব রায়ের বিরোধিতায় সেই জামিনের আবেদন নাকচ হয়েছে। ওঁকে সরিয়ে দেওয়ায় এবার মনুয়া জামিন পেয়ে যেতে পারে। আর নাহলে ওর শাস্তিও লাঘব হতে পারে।"

মামলায় বিপ্লববাবুর হস্তক্ষেপ কেন চান? এবিষয়ে কল্পনা বলেন, "উনি প্রথম থেকেই এই মামলার সঙ্গে জড়িত। ওঁর প্রতি আমাদের আস্থা রয়েছে।" অন্যদিকে, গতকাল মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়ায় মুখ্যমন্ত্রীর দপ্তরের অফিসাররা তাঁদের আবেদন বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছে।

ভিডিয়োয় শুনুন কল্পনা সিংহের বক্তব্য

প্রসঙ্গত, মঙ্গলবার আচমকাই চিঠি দিয়ে অনুপম হত্যা মামলা থেকে সরিয়ে দেওয়া হয় সরকারি আইনজীবী বিপ্লব রায়কে। সরকারি আইনজীবীদের প্যানেল থেকেও বাদ দেওয়া হয় তাঁর নাম। বিষয়টি প্রকাশ্যে আসতেই জলঘোলা শুরু হয়েছে আইনজীবী মহলে। ক্ষোভ তৈরি হয়েছে অনুপমের পরিবারের মধ্যেও। গতকাল মুখ্যমন্ত্রীর দপ্তরে দেখা করার পাশাপাশি বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারের সঙ্গেও দেখা করেন অনুপমের মা কল্পনা সিংহ।

Last Updated : Mar 29, 2019, 3:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details