বারাসত, 19 অক্টোবর: করোনার প্রকোপ কমতেই আবারও ধুমধাম করে শুরু হয়েছে বারাসতের ঐতিহ্যবাহী কালীপুজো (Kali Puja 2022) । একে অপরকে টক্কর দিতে এখন জোরকদমে চলছে তারই শেষ বেলার প্রস্তুতি । রীতিমতো থিমের বাহারে এ বছর সেজে উঠছে বারাসতের বিগ বাজেটের পুজো মণ্ডপগুলি । কোথাও মণ্ডপসজ্জায় রয়েছে কেদারনাথ, কর্নাটকের কোটি লিঙ্গেশ্বর মন্দির। আবার কোথাও মরক্কোর কাশবা দুর্গ কিংবা তামিলনাড়ুর মীনাক্ষী মন্দির । এছাড়াও রয়েছে আরও অনেক নতুনত্ব থিম (Kali Puja Theme) । যা দর্শনার্থীদের নজর কাড়বে বলেই মত পুজো কমিটিগুলির ।
করোনার প্রভাবে গত দু'বছর বারাসতের ঐতিহ্যবাহী কালীপুজোর আয়োজনে কোথায়ও যেন ভাটা পড়েছিল । কিন্তু এ বছর পরিস্থিতি বদলাতেই কালীপুজোর ঐতিহ্য ধরে রাখতে আবারও বড় আকারে পুজোর আয়োজন হচ্ছে উত্তর 24পরগনা জেলার সদর শহর বারাসতে । তারই যাবতীয় প্রস্তুতি এবং পুজো মণ্ডপ সাজিয়ে তোলার কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। কোথায়ও কোনও ফাঁকফোকর যাতে না থাকে, তা শেষ মুহুর্তে খুঁটিয়ে দেখে নিচ্ছেন পুজো কমিটির কর্মকর্তারা (Barasat Famous Kali Puja) ।
প্রশাসন সূত্রে খবর, বারাসতে ছোট-বড় মিলিয়ে প্রায় 200টির কাছাকাছি কালীপুজো হয়ে থাকে । এর মধ্যে বিগ বাজেটের পুজোর সংখ্যাও নেহাতই কম নয় । বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম সন্ধানী ক্লাব । 62তম বর্ষে তাঁদের থিম পাহাড় থেকে মা আসছেন সমতলে । ব্যাংককের বৌদ্ধ মন্দিরের অনুকরণে এখানকার পুজো মণ্ডপ সেজে উঠছে । পুজো কমিটির সভাপতি তথা তৃণমূল কাউন্সিলর অভিজিৎ নাগ চৌধুরী বলেন, "এখানে লিফটে করে মা পাহাড় থেকে সমতলে নেমে আসবেন । সেটাই এখন ফুটিয়ে তোলার কাজ চলছে ।"
43তম বর্ষে নবপল্লী অ্যাসোসিয়েশনের এবারের ভাবনা কেদারনাথ মন্দির (Kedarnath) । পাহাড়ের কোলে মন্দিরের অপরূপ সৌন্দর্য ফুটিয়ে তুলতে ব্যস্ত এখানকার কারিগররা । ভিড় সামাল দিতে যাবতীয় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পুজো কমিটির সম্পাদক তথা তৃণমূল কাউন্সিলর চম্পক দাস ।