পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kali Puja 2022: কেদারনাথ থেকে কোটি লিঙ্গেশ্বর মন্দির, বারাসতের কালীপুজো মণ্ডপগুলিতে থিমের রমরমা - কালীপুজো

করোনাকাল কাটিয়ে এ বছর দুর্গাপুজো হয়েছে ধুমধাম করে ৷ এবার কালীপুজোর পালা ৷ বর্তমানে দুর্গাপুজোর পাশাপাশি রাজ্যজুড়ে বিশাল আকারে হয় কালীপুজোও (Kali Puja) ৷ থিমের বাহার এনে একে অপরকে টেক্কা দেয় পুজোকমিটিগুলি ৷ বারাসতে জোরকদমে চলছে মণ্ডপ সজ্জার প্রস্তুতি (Puja Preparation) ।

Kali Puja preparation in full swing in Barasat
Kali Puja preparation in full swing in Barasat

By

Published : Oct 19, 2022, 8:35 PM IST

Updated : Oct 19, 2022, 8:51 PM IST

বারাসত, 19 অক্টোবর: করোনার প্রকোপ কমতেই আবারও ধুমধাম করে শুরু হয়েছে বারাসতের ঐতিহ্যবাহী কালীপুজো (Kali Puja 2022) । একে অপরকে টক্কর দিতে এখন জোরকদমে চলছে তারই শেষ বেলার প্রস্তুতি । রীতিমতো থিমের বাহারে এ বছর সেজে উঠছে বারাসতের বিগ বাজেটের পুজো মণ্ডপগুলি । কোথাও মণ্ডপসজ্জায় রয়েছে কেদারনাথ, কর্নাটকের কোটি লিঙ্গেশ্বর মন্দির। আবার কোথাও মরক্কোর কাশবা দুর্গ কিংবা তামিলনাড়ুর মীনাক্ষী মন্দির । এছাড়াও রয়েছে আরও অনেক নতুনত্ব থিম (Kali Puja Theme) । যা দর্শনার্থীদের নজর কাড়বে বলেই মত পুজো কমিটিগুলির ।

করোনার প্রভাবে গত দু'বছর বারাসতের ঐতিহ্যবাহী কালীপুজোর আয়োজনে কোথায়ও যেন ভাটা পড়েছিল । কিন্তু এ বছর পরিস্থিতি বদলাতেই কালীপুজোর ঐতিহ্য ধরে রাখতে আবারও বড় আকারে পুজোর আয়োজন হচ্ছে উত্তর 24পরগনা জেলার সদর শহর বারাসতে । তারই যাবতীয় প্রস্তুতি এবং পুজো মণ্ডপ সাজিয়ে তোলার কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। কোথায়ও কোনও ফাঁকফোকর যাতে না থাকে, তা শেষ মুহুর্তে খুঁটিয়ে দেখে নিচ্ছেন পুজো কমিটির কর্মকর্তারা (Barasat Famous Kali Puja) ।

কর্ণাটকের কোটি লিঙ্গেশ্বর মন্দিরের আদলে পুজো মণ্ডপ

প্রশাসন সূত্রে খবর, বারাসতে ছোট-বড় মিলিয়ে প্রায় 200টির কাছাকাছি কালীপুজো হয়ে থাকে । এর মধ্যে বিগ বাজেটের পুজোর সংখ্যাও নেহাতই কম নয় । বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন‍্যতম সন্ধানী ক্লাব । 62তম বর্ষে তাঁদের থিম পাহাড় থেকে মা আসছেন সমতলে । ব্যাংককের বৌদ্ধ মন্দিরের অনুকরণে এখানকার পুজো মণ্ডপ সেজে উঠছে । পুজো কমিটির সভাপতি তথা তৃণমূল কাউন্সিলর অভিজিৎ নাগ চৌধুরী বলেন, "এখানে লিফটে করে মা পাহাড় থেকে সমতলে নেমে আসবেন । সেটাই এখন ফুটিয়ে তোলার কাজ চলছে ।"

বারাসতে জোরকদমে চলছে মণ্ডপ সজ্জার প্রস্তুতি

43তম বর্ষে নবপল্লী অ্যাসোসিয়েশনের এবারের ভাবনা কেদারনাথ মন্দির (Kedarnath) । পাহাড়ের কোলে মন্দিরের অপরূপ সৌন্দর্য ফুটিয়ে তুলতে ব‍্যস্ত এখানকার কারিগররা । ভিড় সামাল দিতে যাবতীয় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পুজো কমিটির সম্পাদক তথা তৃণমূল কাউন্সিলর চম্পক দাস ।

পুজো শুরুর কয়েক বছরের মধ্যেই সুনাম কুড়িয়েছে বারাসতের আমরা সবাই ক্লাব । এই পুজোর দায়িত্বে আবার রয়েছেন পৌরসভার তৃণমূলের চেয়ারম্যান ইন কাউন্সিল অরুণ ভৌমিক । তাঁর কথায়, "এই পুজোর বয়স মাত্র ছ'বছর । এই বছরে আমরা কর্ণাটকের কোটি লিঙ্গেশ্বর মন্দিরের আদলে পুজো মণ্ডপ সাজিয়ে তুলছি । বয়স্কদের বিশেষ ব্যবস্থা থাকছে এখানে ।"

বারাসতের কালীপুজো মণ্ডপগুলিতে থিমের রমরমা

50তম বর্ষে পাইওনিয়ার অ্যাথলেটিক ক্লাব দর্শনার্থীদের উপহার দিচ্ছে উত্তর আফ্রিকার মরক্কো শহরের কাশবা দুর্গ । পুজো কমিটির সভাপতি ও স্থানীয় তৃণমূল কাউন্সিলর দেবব্রত পাল বলেন, "প্রতি বছরই আমরা নতুনত্বের আঙ্গিকে পুজোর মণ্ডপ সাজিয়ে থাকি । এ বছরও তার ব্যতিক্রম হচ্ছে না । মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে মাতৃ প্রতিমাতেও অভিনবত্ব রয়েছে । দর্শনার্থীরা যাতে সুষ্ঠুভাবে মণ্ডপ এবং প্রতিমা দর্শন করতে পারেন তারও ব্যবস্থা করছি আমরা ।"

আরও পড়ুন:এবার কালীপুজোর বাজার দখল করবে মাটির প্রদীপ, আশায় মৃৎশিল্পীরা

এদিকে বারাসতের বড় পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করে জেলা পুলিশ প্রশাসন ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে ভিড় এড়াতে এবছর কোনও পুজো কমিটি ভিআইপি কিংবা গেস্ট পাস ছাপাতে পারবে না । পুলিশ প্রশাসনের সিদ্ধান্ত মেনে এখন থেকেই ভিড় সামাল দেওয়ার যাবতীয় পরিকল্পনা হাতে নিয়েছে বিগ বাজেটের পুজো কমিটিগুলি ।

Last Updated : Oct 19, 2022, 8:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details