পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP একটা সন্ত্রাসবাদী দল, মন্তব্য কাকলির - kakoli ghosh dostidar against bjp statement

BJP কে কটাক্ষ তৃণমূল সাংসদের ৷ 'স্বাধীনতার পর BJP-র মতো সন্ত্রাসবাদী দল আমরা আগে দেখিনি৷ এইরকম অসাংবিধানিক রাজনতিক দলও আমরা দেখিনি৷' মঙ্গলবার উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে একটি অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার৷ দেশের অর্থনৈতিক বিপর্যয় ও বেকারত্ব নিয়েও এদিন কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন তিনি৷

b_n24p_kakali ghosh dastidar
কাকলি ঘোষ দস্তিদার

By

Published : Jan 29, 2020, 11:15 AM IST

মধ্যমগ্রাম, 29 জানুয়ারিঃ BJP কে কটাক্ষ তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদারের ৷ ''স্বাধীনতার পর BJP -র মতো সন্ত্রাসবাদী দল আমরা আগে দেখিনি৷ এইরকম অসাংবিধানিক রাজনৈতিক দলও আমরা দেখিনি৷''

মঙ্গলবার উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে একটি অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার৷ দেশের অর্থনৈতিক বিপর্যয় ও বেকারত্ব নিয়েও এদিন কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন তিনি ৷

মধ্যমগ্রাম পুরসভায় চার কোটি টাকা ব্যয়ে রবীন্দ্র সাংস্কৃতিক চর্চাকেন্দ্র নির্মাণ করা হয়েছে ৷ রবীন্দ্র গবেষণার পাশাপাশি সেখানে থাকছে আর্ট গ্যালারি, থিয়েটার হল ও রবীন্দ্র সংগ্রহশালা ৷ গতকাল এটি উদ্বোধন করেন পর্যটনমন্ত্রী ব্রাত্য বসু ৷ ছিলেন জেলাশাসক চৈতালি চক্রবর্তী ও মধ্যমগ্রামের পুরপ্রধান রথীন ঘোষ৷

মধ্যমগ্রাম পুরসভার 10 নম্বর ওয়ার্ডে সাংস্কৃতিক চর্চাকেন্দ্রের উদ্বোধন হয়৷ উদ্বোধনী অনুষ্ঠানের শেষে কাকলি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ''আমরা ঠিক উপলব্ধি করতে পারছি না BJP কি সত্যিই রাজনীতি করতে এসেছে নাকি দেশটাকে ভাগ করতে এসেছে? এরা মানুষে মানুষে বিভাজন করতে এসেছে৷''

কাকলি ঘোষ দস্তিদার
এদিন কেন্দ্র সরকারের কড়া সমালোচনা করে কাকলি ঘোষ দস্তিদার আরও বলেন, 'কে কি পোশাক পরে, কার কি খাদ্যাভ্যাস, সে সব নিয়ে এরা মানুষে মানুষে বিভাজনে সৃষ্টি করছে৷' লোকসভার ডেপুটি স্পিকার এদিন আরও বলেন, ''কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা পরস্পর বিরোধী কথা বলছেন৷ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীরা যে সব কথা বলছেন, তাতে আমরা বিভ্রান্ত হয়ে পড়েছি৷'' দেশের অর্থনীতি নিয়ে প্রশ্ন করা হলে এদিন সাংসদের স্পষ্ট বক্তব্য, ''গত 37 বছরের মধ্যে দেশের অর্থনৈতিক পরিস্থিতি সবচেয়ে খারাপ৷ বেকারত্ব সবচেয়ে বেশি৷'' NRC ও মূল্যবৃদ্ধি নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন জারি রাখবেন বলেও সাংবাদিকদের জানান কাকলি ৷

ABOUT THE AUTHOR

...view details