মধ্যমগ্রাম, 6 জুলাই: দেগঙ্গাকাণ্ডে এবার ভাঙড় যোগের তত্ত্ব খাড়া করলেন বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। স্কুল পড়ুয়া নাবালক ইমরান হাসানের খুনের ঘটনায় সরাসরি ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে দুষে বিস্ফোরক অভিযোগ করলেন তিনি। নব জোয়ার কর্মসূচির সমাপ্তি উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় মধ্যমগ্রামে জেলা তৃণমূল পার্টি অফিসে। সেই সাংবাদিক সম্মেলন থেকেই দেগঙ্গাকাণ্ডে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব উড়িয়ে আইএসএফ এবং সিপিএমকে একযোগে নিশানা দলের জাতীয় মুখপাত্র তথা বারাসত সাংগঠনিক জেলার সভাপতি কাকলি ঘোষ দস্তিদার ৷
তৃণমূলের জেলা মুখপাত্র ও রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে পাশে বসিয়ে কাকলি বলেন, "ঘটনার আগের দিন ভাঙড় থেকে নওশাদের লোকজন ঢুকেছিল দেগঙ্গায়। বোমা-গুলি এবং দুষ্কৃতী এনে ফের দেগঙ্গাকে অশান্ত করার চেষ্টা চলছে। এর দায় নওশাদকেই নিতে হবে। আর সিপিএম সহযোগিতা করছে ওকে। 17 বছরের নিষ্পাপ একটি ছেলেকে বোমা মেরে খুন করল ওরা। এরপরও মুখে বড় বড় কথা বলছে। লজ্জা করে না। এরা চোর, খুনি। চোরের মায়ের বড় গলা।"