পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kakoli Slams Naushad: দেগঙ্গাকাণ্ডে ভাঙড়-যোগ রয়েছে বলে দাবি কাকলি ঘোষ দস্তিদারের - Kakoli Ghosh Dastidar Slams Naushad Siddiqui

দেগঙ্গাকাণ্ডে এবার ভাঙড় যোগের তত্ত্ব খাড়া করলেন কাকলি। ঘটনার আগের দিন বোমা-গুলি নিয়ে ভাঙড় থেকে লোকজন ঢুকেছিল দেগঙ্গায়। নওশাদকে দুষে বিস্ফোরক তৃণমূল সাংসদ।

Kakoli Slams Naushad
কাকলি ঘোষ দস্তিদার ও নওশাদ সিদ্দিকী

By

Published : Jul 6, 2023, 11:04 PM IST

দেগঙ্গাকাণ্ডে এবার ভাঙড় যোগের তত্ত্ব খাড়া করলেন কাকলি

মধ্যমগ্রাম, 6 জুলাই: দেগঙ্গাকাণ্ডে এবার ভাঙড় যোগের তত্ত্ব খাড়া করলেন বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। স্কুল পড়ুয়া নাবালক ইমরান হাসানের খুনের ঘটনায় সরাসরি ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে দুষে বিস্ফোরক অভিযোগ করলেন তিনি। নব জোয়ার কর্মসূচির সমাপ্তি উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় মধ্যমগ্রামে জেলা তৃণমূল পার্টি অফিসে। সেই সাংবাদিক সম্মেলন থেকেই দেগঙ্গাকাণ্ডে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব উড়িয়ে আইএসএফ এবং সিপিএমকে একযোগে নিশানা দলের জাতীয় মুখপাত্র তথা বারাসত সাংগঠনিক জেলার সভাপতি কাকলি ঘোষ দস্তিদার ৷

তৃণমূলের জেলা মুখপাত্র ও রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে পাশে বসিয়ে কাকলি বলেন, "ঘটনার আগের দিন ভাঙড় থেকে নওশাদের লোকজন ঢুকেছিল দেগঙ্গায়। বোমা-গুলি এবং দুষ্কৃতী এনে ফের দেগঙ্গাকে অশান্ত করার চেষ্টা চলছে। এর দায় নওশাদকেই নিতে হবে। আর সিপিএম সহযোগিতা করছে ওকে। 17 বছরের নিষ্পাপ একটি ছেলেকে বোমা মেরে খুন করল ওরা। এরপরও মুখে বড় বড় কথা বলছে। লজ্জা করে না। এরা চোর, খুনি। চোরের মায়ের বড় গলা।"

এই ইস্যুতে সিপিএমকে নিশানা করে তৃণমূল সাংসদ বলেন, "2011-র বিধানসভা নির্বাচনে ওয়াশিং পাউডার দিয়ে সাফ করে দিয়েছি ওদের। তাতেও লজ্জা নেই। এখন খুনের রাজনীতি শুরু করেছে। সিপিএমের হাত রক্তমাখা! ওদের মানুষ কখনও ক্ষমা করবে না।" এদিকে, দেগঙ্গায় স্কুল পড়ুয়ার খুনের ঘটনার পরপরই সিপিএম এবং আইএসএফের তরফে পালটা অভিযোগ করে বলা হয়েছিল সোহাই শ্বেতপুরের গঙ্গাআটিতে তৃণমূলের নিজস্ব কোনও প্রার্থী নেই! যিনি প্রার্থী হয়েছেন তিনিও বিক্ষুব্ধ তৃণমূলের! তাই, খুনের পিছনেও শাসকদলের গোষ্ঠী কোন্দল রয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে এদিন তৃণমূলের জেলা সভাপতি কাকলি ঘোষ দস্তিদার বলেন, "প্রার্থী আছে, কি নেই সেটাই সবচেয়ে বড় খেলা। ওখানে সিপিএম-আইএসএফের সঙ্গে হাত মিলিয়েছে। অন‍্যদিকে, দেগঙ্গার ঘটনার সঙ্গে তাঁদের দলের কোনও যোগ নেই সাফ জানিয়েছেন সিপিএমের জেলা নেতা আহমেদ আলি খান।

আরও পড়ুন:নন্দীগ্রামে 'চোর চোর' স্লোগান কুণালদের, চলন্ত গাড়ি থেকেই পালটা শুভেন্দুর

ABOUT THE AUTHOR

...view details