বারাসত, 28 ডিসেম্বর: বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে এসএসসি-র উচ্চ প্রাথমিকে বেআইনি নিয়োগের ক্ষেত্রে সুপারিশের অভিযোগ (Recruitment Corruption Controversy) করেছিলেন বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র ৷ সেই মন্তব্যের জেরে এবার তাপস মিত্রকে আইনি নোটিশ ধরালেন সাংসদ (Kakoli Ghosh Dastidar Send Legal Notice to Barasat BJP President) ৷
প্রসঙ্গত, তৃণমূল পরিচালিত বারাসত 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের ছেলের আপার প্রাইমারির চাকরিতে যোগ রয়েছে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ৷ তাঁর সুপারিশেই তৃণমূল নেতা ঈশা হক সরদারের ছেলে মহম্মদ নাজিবুল্লাহ বেআইনিভাবে শিক্ষকতার চাকরি পেয়েছেন ৷ এমনই বিস্ফোরক অভিযোগ করেছিলেন বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র ৷ আর তার 24 ঘণ্টার মধ্যেই বিজেপির সাংগঠনিক জেলার বিজেপি সভাপতিকে আইনজীবী মারফত আইনি নোটিশ ধরালেন বারাসতের সাংসদ ৷
আইনি নোটিশে স্পষ্ট বলা হয়েছে, না জেনেই বিজেপি নেতা তাপস মিত্র একজন সাংসদের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর মন্তব্য করেছেন ৷ তার জেরে সন্মানহানি হয়েছে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ৷ সেই কারণে আইনি নোটিশ ধরানো হয়েছে বিজেপির জেলা সভাপতি তাপস মিত্রকে ৷ আগামী 48 ঘণ্টার মধ্যে বিজেপি নেতা তাপস মিত্রকে তাঁর করা মন্তব্যের ব্যাখা দিতে হবে ৷ সেই সঙ্গে নিঃশর্ত ক্ষমা চাওয়ার কথাও বলা হয়েছে নোটিশে ৷ ক্ষমা না চাইলে মানহানির মামলা করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে আইনি নোটিশের মাধ্যমে ৷