বারাসত, 29 এপ্রিল:'রাজ্যপাল কি ভাবছেন সেটা ওনার ব্যাপার। আচার্য হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা মেনে নিলেই হল।' 'আচার্য' বিল নিয়ে এখনও রাজ্যপালের সবুজ সংকেত না মেলায় এভাবেই তাঁর দিকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন তৃণমূল সাংসদ ও দলের জাতীয় মুখপাত্র কাকলি ঘোষ দস্তিদার। সেই সঙ্গে রাজ্যপাল রাজ্য়ের বিশ্ববিদ্য়ালয়ের আচার্য বিলে সই না করে অযথা এই বিষয়ে সময় নিচ্ছেন বলেও মনে করেন শাসকদলের এই সাংসদ।
শনিবার কাকলি ঘোষ দস্তিদার বলেন,"বিলে সই করতে বাধ্য তিনি (রাজ্যপাল)। হয়তো উনি একটু চিন্তাভাবনা করছেন। সেটা উনি করুন। কিন্তু, সকলেই চাইছেন রাজ্যপালের পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের আচার্য হোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরাও সেটাই চাইছি ৷" প্রসঙ্গত,'আচার্য' বিল নিয়ে ইতিমধ্যে রাজ্য-রাজ্যপালের সংঘাত চরমে উঠেছে। এই বিল বিধানসভায় বিল পাশ হওয়ার পরও তা আটকে রয়েছে রাজভবনে। দীর্ঘদিন ধরেই বিলে সই করার জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে আবেদন নিবেদন করা হচ্ছে সরকারের তরফে।
সেই সঙ্গে রাজভবনের ওপর পালটা চাপ তৈরির কৌশলও নিয়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীকে আচার্য করার দাবিতে পথে নেমেছে দলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদও। শুরু হয়েছে গণস্বাক্ষর অভিযানও। শাসকদলের অধ্যাপক সংগঠন আবার এক কদম এগিয়ে মুখ্যমন্ত্রীকে আচার্য করার সমর্থনে হোর্ডিং, ব্যানার দিয়ে ছেয়ে দিয়েছে মহানগরী। যদিও এতকিছুর পরও 'আচার্য' বিল কিন্তু আটকে রয়েছে সেই রাজভবনেই। সম্প্রতি এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, "আচার্য বিলে অবিলম্বে সই করুন রাজ্যপাল। তা না হলে তা ফেরত পাঠান ৷" এভাবে বিল সই না করে আটকে রাখা সমীচীন নয় বলেও দাবি করেন শিক্ষামন্ত্রী।