বারাসত, 26 জুন : "বিজেপি রাজনৈতিক লড়াইয়ে বিশ্বাস করে না । রাজনৈতিক শিষ্টাচারও নেই দলটির মধ্যে ।" মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গেরুয়া শিবিরকে নিশানা করে এমনই মন্তব্য করলেন সাংসদ তথা তৃণমূলের জাতীয় মুখপাত্র কাকলি ঘোষ দস্তিদার । শনিবার সন্ধ্যায় বারাসতে দলীয় এক কর্মসূচিতে যোগ দেন তিনি (Kakoli Ghosh Dastidar attacks BJP for Maharashtra political crisis in Barasat)। সেখানেই মহারাষ্ট্রের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে বিজেপিকে কটাক্ষ করেন তৃণমূল সাংসদ ।
শনিবার সারদা ইস্যুতে তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্যকেও পক্ষান্তরে সমর্থন জানিয়েছেন দলের জাতীয় মুখপাত্র এবং সাংসদ। এই প্রসঙ্গেই উল্লেখ করা প্রয়োজন সারদা এবং নারদা ইস্যুতে ইতিমধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ । সারদা-কর্তা সুদীপ্ত সেনের বক্তব্যকে হাতিয়ার করে সিবিআইয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি । সেই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তৃণমূলের এই সাংসদ বলেন, "কুণাল ঘোষ দলের রাজ্য মুখপাত্র । রাজ্যস্তরে উনি কোনও বিষয়ে মন্তব্য করা মানে সেটা দলেরই বক্তব্য । আমি জাতীয় মুখপাত্র হয়ে ওনার এই মন্তব্য খণ্ডন করতে পারি না । কারণ, উনি নিশ্চয় দায়িত্ব নিয়ে এই মন্তব্য করেছেন ৷"