পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kakoli Ghosh Dastidar : মহারাষ্ট্র ইস্যুতে গেরুয়া শিবিরকে নিশানা কাকলি ঘোষ দস্তিদারের - Kakoli Ghosh Dastidar is targeting BJP in Maharashtra issue

বারাসতে দলীয় এক কর্মসূচিতে এসে গেরুয়া শিবিরকে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার । বললেন, ভারতীয় জনতা পার্টি একটি জনবিচ্ছিন্ন দল । মানুষের সঙ্গে তাঁদের কোনও যোগাযোগ নেই (Kakoli Ghosh Dastidar is targeting BJP in Maharashtra issue) ।

Kakoli Ghosh Dastidar
মহারাষ্ট্র ইস্যুতে গেরুয়া শিবিরকে নিশানা কাকলি ঘোষ দস্তিদারের

By

Published : Jun 26, 2022, 1:31 PM IST

বারাসত, 26 জুন : "বিজেপি রাজনৈতিক লড়াইয়ে বিশ্বাস করে না । রাজনৈতিক শিষ্টাচারও নেই দলটির মধ্যে ।" মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গেরুয়া শিবিরকে নিশানা করে এমনই মন্তব্য করলেন সাংসদ তথা তৃণমূলের জাতীয় মুখপাত্র কাকলি ঘোষ দস্তিদার । শনিবার সন্ধ্যায় বারাসতে দলীয় এক কর্মসূচিতে যোগ দেন তিনি (Kakoli Ghosh Dastidar attacks BJP for Maharashtra political crisis in Barasat)। সেখানেই মহারাষ্ট্রের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে বিজেপিকে কটাক্ষ করেন তৃণমূল সাংসদ ।

শনিবার সারদা ইস্যুতে তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্যকেও পক্ষান্তরে সমর্থন জানিয়েছেন দলের জাতীয় মুখপাত্র এবং সাংসদ। এই প্রসঙ্গেই উল্লেখ করা প্রয়োজন সারদা এবং নারদা ইস্যুতে ইতিমধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ । সারদা-কর্তা সুদীপ্ত সেনের বক্তব্যকে হাতিয়ার করে সিবিআইয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি । সেই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তৃণমূলের এই সাংসদ বলেন, "কুণাল ঘোষ দলের রাজ্য মুখপাত্র । রাজ্যস্তরে উনি কোনও বিষয়ে মন্তব্য করা মানে সেটা দলেরই বক্তব্য । আমি জাতীয় মুখপাত্র হয়ে ওনার এই মন্তব্য খণ্ডন করতে পারি না । কারণ, উনি নিশ্চয় দায়িত্ব নিয়ে এই মন্তব্য করেছেন ৷"

মহারাষ্ট্র ইস্যুতে গেরুয়া শিবিরকে নিশানা কাকলি ঘোষ দস্তিদারের

আরও পড়ুন :Partha on Becharam : বেচারাম কি ভেবেছিল ঢোল বাজিয়ে মন্ত্রী হবে, এ কী বললেন পার্থ ?

এদিকে পঞ্চায়েত নির্বাচন নিয়েও গেরুয়া শিবিরকে কটাক্ষ করতেও ছাড়েননি তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার । তাঁর কথায়, "ভারতীয় জনতা পার্টি জনবিচ্ছিন্ন । মানুষের সঙ্গে তাঁদের কোনও যোগাযোগ নেই । সেই কারণে সাহস করে পঞ্চায়েত ভোটে লড়াইয়ের কথা বলতে পারছে না । ওদের কাজ হল মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত এবং অত্যাচার করা । আর বিধায়ক চুরিতে পারদর্শী এরা । এটাই সম্বল করে বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াচ্ছে ভারতীয় জনতা পার্টির নেতারা । পশ্চিমবঙ্গেও এসেছিল, কিন্তু ওদের বিজয়পথ মুখ থুবড়ে পড়েছে । গো-হারা হেরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ৷" গুজরাট হিংসা নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের প্রসঙ্গে এদিন অবশ্য কোনও টিপ্পনী করতে চাননি তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ।

ABOUT THE AUTHOR

...view details