হাবরা, 24 মার্চ : ভোটের এখনও দেড়মাসেরও বেশি বাকি। এদিকে প্রচার শুরু করে দিয়েছেন আগেভাগেই। চৈত্রের কাঠফাটা রোদে আজ মতুয়াদের সঙ্গে নেচে জনসংযোগ সারলেন বারাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষদস্তিদার।
আজ হাবরার আক্রমপুরে মতুয়াদের একটি অনুষ্ঠানে হাজির হন কাকলি ঘোষদস্তিদার। সেখানে তাঁকে মতুয়া রীতিতে বরণ করা হয়। তিনি মতুয়াদের ডঙ্কা বাজানোর পাশাপাশি দু'হাত তুলে মতুয়া নৃত্যও করেন।