পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মতুয়াদের সঙ্গে নেচে ভোট প্রচার সারলেন কাকলি - dance

চৈত্রের কাঠফাটা রোদে মতুয়াদের সঙ্গে নেচে জনসংযোগ সারলেন বারাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষদস্তিদার।

তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষদস্তিদার

By

Published : Mar 24, 2019, 7:43 PM IST

Updated : Mar 24, 2019, 10:58 PM IST

হাবরা, 24 মার্চ : ভোটের এখনও দেড়মাসেরও বেশি বাকি। এদিকে প্রচার শুরু করে দিয়েছেন আগেভাগেই। চৈত্রের কাঠফাটা রোদে আজ মতুয়াদের সঙ্গে নেচে জনসংযোগ সারলেন বারাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষদস্তিদার।

আজ হাবরার আক্রমপুরে মতুয়াদের একটি অনুষ্ঠানে হাজির হন কাকলি ঘোষদস্তিদার। সেখানে তাঁকে মতুয়া রীতিতে বরণ করা হয়। তিনি মতুয়াদের ডঙ্কা বাজানোর পাশাপাশি দু'হাত তুলে মতুয়া নৃত্যও করেন।

প্রচণ্ড গরমের মধ্যে প্রচার কতটা কষ্টকর ? এর জবাবে কাকলি বলেন, "আমরা সারা বছর মানুষের সঙ্গে থাকি। মানুষের কাজ করি। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা। আমাদের কোনও অসুবিধা হয় না।"

মতুয়া মঞ্চে তিনি হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের জীবনকথাও আলোচনা করেন।

Last Updated : Mar 24, 2019, 10:58 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details