পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সব্যসাচীকে মানসিক ভারসাম্যহীন বলে কটাক্ষ কাকলির - ashoknagar

সব্যসাচী দত্তকে মানসিক ভারসাম্যহীন বলে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। আজ অশোকনগরে ভোটের প্রচারে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করলেন বারাসত কেন্দ্রের এই তৃণমূল প্রার্থী।

k

By

Published : Mar 19, 2019, 11:34 PM IST

অশোকনগর, ১৯ মার্চ : সব্যসাচী দত্তকে মানসিক ভারসাম্যহীন বলে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। আজ অশোকনগরে ভোটের প্রচারে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করলেন বারাসত কেন্দ্রের এই তৃণমূল প্রার্থী।

সব্যসাচী দত্ত কি BJP-তে যাবেন? এক সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে কাকলি বলেন , "মানসিক সন্তুলন ঠিক নেহি হ্যায়। এটা সাইক্রিয়াটিক প্রবলেম। এটাকে বাংলায় যেটা বলে সেটা বললে ভালো শোনাবে না। একবার বলছে এটা, আরেকবার বলছে ওটা। যার মানসিক ভারসাম্য আছে সে তো একটা কথা একবারই বলবে।"

কাকলি বলেন, " দলটা তো মানুষের দল। নেত্রী সবসময় বলেন যে, জনসাধারণের দল এটা। উপরে আছে আমাদের কর্মীরা। উপরে যারা আছে তাদের দিয়ে কোনও ক্ষতি হয় না। শিকড় ঠিক থাকলে একটা গাছের উপর থেকে পাতা ঝরে গেলেও গাছের কোনও ক্ষতি হয় না। মমতা ব্যানার্জি হল তৃণমূল কংগ্রেসের সেই শিকড়। "

সামনেই লোকসভা ভোট। তাই রক্তদান থেকে হরিনাম সংকীর্তন কিছুই বাদ গেল না। আজ অশোকনগরের রাউতারা ইছাপুর ও বদর এলাকার দু'টি অনুষ্ঠানে হাজির থেকে ভোট প্রচার সারলেন কাকলি। ওই এলাকার সংখ্যালঘু ভোটদাতাদের সামনে দাঁড়িয়ে হাত জোড় করে ভোট চাইলেন তিনি। হাবরা বিধানসভার রাউতারা-ইছাপুর নবীন সংঘের উদ্যোগে আয়োজিত হয়েছিল রক্তদানের পাশাপাশি বস্ত্র বিতরণসহ প্রবীণ নাগরিকদের সংবর্ধনা অনুষ্ঠান। আজ রক্তদানের মঞ্চে দাঁড়িয়ে গো-হত্যা, উত্তরপ্রদেশে পুলিশ হত্যা, নোটবন্দি, দলিতদের উপর অত্যাচার থেকে অসমে NRC ইশু নিয়ে BJP-কে আক্রমণ করেন। তিনি বলেন, " BJP দেশজুড়ে হিন্দু আর মুসলিমদের মধ্যে ভাগাভাগি করতে চাইছে। " কেন্দ্রের BJP সরকারের সমালোচনার পাশাপাশি রাজ্যে মুখ্যমন্ত্রীর উদ্যোগে চালু হওয়া স্বাস্থ্যসাথি, খাদ্যসাথি থেকে কন্যাশ্রীর মতো প্রকল্প নিয়ে বক্তব্য রাখেন। এরপর কাকলি যান হাবড়ার বদর বাজারে। সেখানে বাজার ব্যবসায়ী নামযজ্ঞ কমিটি আয়োজিত হরিনাম সংকীর্তন চলছিল। সেখানে মাইকের সামনে দাঁড়িয়ে দুই হাত তুলে তিনি হরিনামও করলেন কয়েক সেকেন্ড।

ABOUT THE AUTHOR

...view details