পশ্চিমবঙ্গ

west bengal

ঝাড়খণ্ডের ফলই BJP-র শেষের শুরু  : কাকলি ঘোষ দস্তিদার

By

Published : Dec 24, 2019, 12:06 AM IST

ঝাড়খণ্ডে সরকার গড়তে চলেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতৃত্বাধীন জোট । আর এই ফলাফল নিয়ে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বললেন,"এই ফল থেকেই বোঝা যাচ্ছে,বেশিদিন মানুষকে ভাওতা দিয়ে,মিথ্যা কথা বলে বোকা বানানো যাবে না । BJP গায়ের জোরে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে সাম্প্রদায়িকতার বাতাবরণ তৈরি করতে চাইছে । সেটা করে বেশিদিন ক্ষমতায় টেকা যাবে না । মানুষ বুঝে গিয়েছে, এবার ওদের বিদায় নিতে হবে ।"

image
কাকলি ঘোষ দস্তিদার

বারাসত,23 ডিসেম্বর : "ঝাড়খণ্ডের ফলাফলই বলে দিচ্ছে BJP-র শেষের শুরু হয়ে গেছে। এবার ওদের বিদায় নিতে হবে । NRC ও CAA-র পিছনে BJP-র আলাদা এজেন্ডা রয়েছে ।" আজ বারাসতে দলের NRC ও CAA বিরোধী মিছিলে যোগ দেওয়ার পর একথা বললেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ।

ঝাড়খণ্ডের বিধানসভা ভোটের ফলাফল প্রকাশিত হল আজ । সরকার গড়তে চলেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতৃত্বাধীন জোট । এই ফলাফল নিয়ে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন,"এই ফল থেকেই বোঝা যাচ্ছে,বেশিদিন মানুষকে ভাওতা দিয়ে,মিথ্যা কথা বলে বোকা বানানো যাবে না । BJP গায়ের জোরে মানুষের মধ্যে বিভেদ তৈরি করে সাম্প্রদায়িকতার বাতাবরণ তৈরি করতে চাইছে । সেটা করে বেশিদিন ক্ষমতায় টেকা যাবে না । মানুষ বুঝে গিয়েছে, এবার ওদের বিদায় নিতে হবে ।" NRC ও CAA চালু করার পিছনে BJP র আলাদা এজেন্ডা রয়েছে বলেও অভিযোগ করেন তৃণমূল সাংসদ । এবিষয়ে তিনি বলেন, "ওরা সেটা বলছে না । কিন্তু যে এজেন্ডা রয়েছে সেটা ভয়ানক ও মারাত্মক । ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ । এখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ মিলেমিশে থাকে । সেই একতাকে ভাঙতে চাইছে BJP সরকার । CAA-র সিদ্ধান্ত অমানবিক ও অগণতান্ত্রিক ।"

কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্য

এ নিয়ে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি । তাঁর কথায়," প্রধানমন্ত্রী বলছেন কাউকে দেশ থেকে তাড়ানো হবে না । আবার স্বরাষ্ট্রমন্ত্রী এক সময় বলেছিলেন সারা দেশে NRC ও CAA চালু করা হবে । ওরা যে কখন কী কথা বলে নিজেরাই জানেন না । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাধারণ মানুষকে কী তাড়াবেন,ওনাকেই দেশের মানুষ তাড়াবেন ।"

ABOUT THE AUTHOR

...view details