পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অনুব্রতর সঙ্গে সাক্ষাৎ বিতর্কে অনুপমের পাশে কৈলাস, মুকুল - bjp

এধরনের সৌজন্যতাকে আমরা স্বাগত জানাই ৷ অনুব্রতর সঙ্গে সাক্ষাৎ ইশুতে অনুপমের পাশে দাঁড়ালেন কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায় ৷

অনুপম

By

Published : Apr 30, 2019, 11:32 PM IST

Updated : Apr 30, 2019, 11:40 PM IST

ব্যারাকপুর, 30 এপ্রিল : অনুব্রতর সঙ্গে সাক্ষাৎ ইশুতে অনুপম হাজরা পাশে দাঁড়ালেন মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয় ৷ এধরনের সৌজন্যতাকে আমরা স্বাগত জানাই বলে জানালেন কৈলাস বিজয়বর্গীয় ৷

গতকাল অনুব্রত মণ্ডলের সঙ্গে বোলপুরের পার্টি অফিসে গিয়ে সাক্ষাৎ করেন অনুপম ৷ যা নিয়ে বিতর্ক দেখা দেয় ৷ তবে আজ সম্পূর্ণ 360 ডিগ্রি ঘুরে অনুব্রতকেই নিশানা করেন যাদবপুরের BJP প্রার্থী অনুপম হাজরা৷ বলেন, পুরোটাই চক্রান্ত ৷

ভিডিয়োয় শুনুন মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়র বক্তব্য

এবিষয়ে অনুপমের পাশে দাঁড়িয়ে কৈলাস বিজয়বর্গীয় বলেন, "আমরা রাজনীতির মধ্যে প্রতিশোধ রাখি না। রাজনীতির অপর নাম সৌজন্যতা । আপনাদের কাছে এটা আশ্চর্য মনে হলেও আমাদের কাছে এটা আশ্চর্যের কিছু নেই । এধরনের সৌজন্যতাকে আমরা স্বাগত জানাই ।"

অনুপমের পাশে দাঁড়িয়েছেন মুকুল রায়ও ৷ তিনি বলেন, "অনুপম হাজরার রাজনৈতিক সৌজন্যতাকে আমরা সম্মান করি । কিন্তু, রাজনৈতিক সৌজন্যতার নামে ষড়যন্ত্র রাজনীতিতে থাকা খারাপ ।"

এই সংক্রান্ত খবর :পুরোটা চক্রান্ত, অনুব্রতর সঙ্গে সাক্ষাৎ বিতর্কে বললেন অনুপম

Last Updated : Apr 30, 2019, 11:40 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details