পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ব্যর্থতা দলের নয়, যারা দল করে তাদের : কানাইয়া - lok sabha result

প্রাথমিকভাবে দেখা যাচ্ছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন BJP প্রার্থী দেবশ্রী চৌধুরি ।

কানাইয়ালাল আগরওয়াল

By

Published : May 23, 2019, 6:21 PM IST

Updated : May 23, 2019, 7:38 PM IST

রায়গঞ্জ, 23 মে : মানুষের কাছে ঠিকভাবে পৌঁছাতে পারেননি বলেই হারতে হয়েছে, এই কথা কার্যত স্বীকার করে নিলেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল । প্রাথমিকভাবে দেখা যাচ্ছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন BJP প্রার্থী দেবশ্রী চৌধুরি ।

হার একপ্রকার নিশ্চিত মনে করে কানাইয়া বলেন, "রাজনীতিতে হার-জিত চলতেই থাকবে ।" দলের ব্যর্থতা নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "ব্যর্থতা দলের হয় না । দল যারা করে তাদের হয় ।" ভোটের ফলাফল নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, "নেতৃত্বদের নিয়ে বসে এরকম ফলাফলের কারণ মূল্যায়ন করতে হবে ।" BJP প্রার্থী দেবশ্রী চৌধুরি দাবি করেছেন রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের সন্ত্রাসের জবাব দিয়েছে মানুষ । এই দাবিকে উড়িয়ে দিয়ে তিনি বলেন, "এটা তাঁর বক্তব্য । কোনও সন্ত্রাস হয়নি । ফলাফল পর্যালোচনা করে দেখা হবে ।"

Last Updated : May 23, 2019, 7:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details