নিমতা, 23 অগস্ট : টানটান উত্তেজনা, ক্লাইম্যাক্স-এর সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাড়ি ফিরলেন উত্তর 24 পরগনার নিমতার ওলাই চণ্ডীতলার বাসিন্দা তমাল ভট্টাচার্য । রবিবার রাত 10টা 33 মিনিটের বিমানে আফগানিস্তান (Afghanistan) থেকে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন তিনি ৷ তার পর কলকাতা বিমানবন্দর থেকে পুলিশ পেশায় স্কুল শিক্ষক তমালকে বাড়ি পৌঁছে দিয়ে যায় ।
আরও পড়ুন :Taliban: আফগানিস্তান থেকে দেশে ফিরে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন সিকিউরিটি কমান্ডার
গত মার্চ মাসে তিনি নিমতা থেকে পেশাগত কারণে গিয়েছিলেন কাবুলে (Kabul) । অগস্টের মাঝামাঝি থেকেই দুশ্চিন্তার শুরু । এই দুশ্চিন্তায় প্রহর আরও বেড়েছে গত 15 অগস্ট তালিবানদের (Taliban) কাবুল দখল করার কারণে । একদিকে কাবুলে রীতিমতো দুশ্চিন্তায় দিন কেটেছে তমালের ৷ অন্যদিকে দুশ্চিন্তার কারণে খাওয়া-দাওয়া প্রায় বন্ধ হয়ে যায় নিমতার ভট্টাচার্য পরিবারের । অবশেষে সুস্থভাবে ছেলে ঘরে ফেরায় উচ্ছ্বসিত পরিবার । সোমবার সকাল থেকে সংবাদমাধ্যমের আনাগোনা তাঁর বাড়িতে । ছেলে বাড়িতে ফিরেছে, তাই তাঁকে তার পছন্দের খাবার তৈরি করে দিতে উদগ্রীব মা-বাবাও ।
আরও পড়ুন :Pro-Taliban post : তালিবানের প্রতি ভালোবাসা ব্যক্ত করে গ্রেফতার যুবক