দক্ষিণেশ্বর, 23 জুলাই: রাজ্য সফরে এসে দুর্নীতি প্রসঙ্গে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। দক্ষিণেশ্বর মন্দিরে শনিবার পুজো দিতে আসেন তিনি ৷ পরে সেখান থেকে আলমবাজার এলাকায় শ্যামের মন্দির দর্শন করেন ৷ নবনির্মিত দক্ষিণেশ্বর মেট্রোরেল স্টেশনেও যান। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যে ঘটে চলা 'দুর্নীতি' নিয়ে সরব হন (Jyotiraditya Scindia Slams State Govt on SSC Scam) ৷
তিনি বলেন,"পশ্চিমবঙ্গের সরকার দুর্নীতির সরকার। এখান থেকে নানা রকম দুর্নীতির খবর আসতেই থাকে ৷ সাধারণ মানুষের পয়সা নিয়ে যেভাবে শিক্ষা-সহ বিভিন্ন খাতে দুর্নীতির হচ্ছে তা সবাই সবটা জানতে পারছে।' অন্য প্রসঙ্গে তিনি বলেন, "আমার দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ায় সৌভাগ্য হল। এখানে শ্যামের মন্দিরও দর্শন করলাম। আজ সারাদিন উন্নয়নের কাজ-কর্ম নিয়ে ব্যস্ত থাকব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব শুধু সারা দেশে নয় গোটা বিশ্বে কীর্তিমান হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। পশ্চিমবঙ্গে 2014 থেকে 2022-এর মধ্যে মেট্রোরেল সম্প্রসারণে রেকর্ড করেছে নরেন্দ্র মোদিজীর সরকারই।"