পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভাটপাড়া পৌরসভা : আস্থা ভোটের আগে টাকা নয়ছয়ের অভিযোগ জ্যোতিপ্রিয়র - ভাটপাড়া পৌরসভা

সোমবার রাতে মধ্যমগ্রামে জেলা তৃণমূল কার্যালয়ে বসে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "ভাটপাড়া পৌরসভাকে কোটি কোটি টাকা দেওয়া হয়েছে । পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম সেই কথা বারবার বলেছেন । কোটি কোটি টাকা ভাটপাড়ায় পৌঁছাল । কিন্তু মানুষ পরিষেবা পেল না । অডিট করে দেখতে হবে সেই টাকা কোথায় গেল । সেই টাকা ব্যাংকে পড়ে আছে, না কি বিপথে গেছে, সেটা দেখতে অডিট করতে হবে ।"

bhatpara municipality
জ্যোতিপ্রিয় মল্লিক

By

Published : Jan 7, 2020, 3:41 AM IST

Updated : Jan 7, 2020, 11:36 AM IST

বারাসত, ৭ জানুয়ারি : কলকাতা হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার আস্থা ভোট হতে চলেছে ভাটপাড়া পৌরসভায় । তার আগে BJP-র ওপর চাপ বাড়িয়ে উত্তর 24 পরগনার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ইঙ্গিত দেন, ভাটপাড়া পৌরসভায় উন্নয়নের টাকা নয়ছয় হয়েছে কি না, তা দেখতে অডিট হতে পারে ।

সোমবার রাতে মধ্যমগ্রামে জেলা তৃণমূল কার্যালয়ে বসে জ্যোতিপ্রিয় বলেন, "ভাটপাড়া পৌরসভাকে কোটি কোটি টাকা দেওয়া হয়েছে । পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম সেই কথা বারবার বলেছেন । কোটি কোটি টাকা ভাটপাড়ায় পৌঁছাল । কিন্তু মানুষ পরিষেবা পেল না । অডিট করে দেখতে হবে সেই টাকা কোথায় গেল । সেই টাকা ব্যাংকে পড়ে আছে, না কি বিপথে গেছে, সেটা দেখতে অডিট করতে হবে ।"

এর আগে স্থানীয় BJP সাংসদ অর্জুন সিং অভিযোগ করেছিলেন যে, ভাটপাড়া পৌরসভাকে আর্থিক সাহায্য থেকে বঞ্চিত করছে তৃণমূল শাসিত রাজ্য সরকার । সেই অভিযোগ উড়িয়ে জ্যোতিপ্রিয় বলেন, "পৌরমন্ত্রী বলেছেন ভাটপাড়া পৌরসভাকে কোটি কোটি টাকা দিয়ে সহযোগিতা করা হয়েছে । গত ৬ মাসে এই পৌরসভায় কী হয়েছে সেটা জানতে হবে না ? ভাটপাড়ার মানুষ জানতে চাইছে । এর উত্তর মানুষকে দিতে হবে । মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না ।"

আস্থা ভোটের প্রসঙ্গে আত্মবিশ্বাসী জ্যোতিপ্রিয় বলেন, " ইতিমধ্যে ১৯ জন কাউন্সিলরের সমর্থন রয়েছে আমাদের পক্ষে । অর্জুন সিং যেখানেই যাক এই সংখ্যাটা পালটাতে পারবে না । কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুনের সুপ্রিম কোর্টে মামলা করাকেও কটাক্ষ করেছেন তিনি। বলেন, " ওর ওখানে না যাওয়াই ভালো । যাদের সাধারণ বুদ্ধি নেই,তাদের রাজনীতি করা উচিত নয় । রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে নেওয়াই ভালো । আপনি ১৯ জন কাউন্সিলরকে ভাঙিয়ে ৩৮ কিংবা ৬৮ করতে পারবেন না । ১৯ ১৯-ই থাকবে । BJP সবসময় মিথ্যার রাজনীতি করে । এটা ওদের চরিত্র । অর্জুনও এর থেকে বাদ নয় ।"

ভাটপাড়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে অর্জুনকে হুঁশিয়ারি দেন জ্যোতিপ্রিয় । বলেন, "ভাটপাড়ায় মস্তান রাজনীতি শেষ । গুলি-বোমার রাজনীতি মানুষ দেখেছে । রক্ত ঝরতে দেখেছে । মানুষ এখন শান্তি চাইছে । চমকানো ধমকানোর রাজনীতি মানুষ আর পছন্দ করছে না । ওর (অর্জুন সিং) পাশে ভাটপাড়া,কাকিনাড়ার কোনও মানুষ নেই । চমকাতে চমকাতে একসময় পাড়ার বাচ্চাদের ভয়ে ও না ঘরে ঢুকে যায় ।"

আস্থা ভোটে জিতে ক্ষমতা দখলের পর ভাটপাড়া পৌরসভার অচলাবস্থা কাটিয়ে মানুষকে পরিষেবা দেওয়াই তাঁদের মূল লক্ষ্য বলে জানিয়েছেন জ্যোতিপ্রিয় । কেন ভাটপাড়া পৌরসভায় কর্মীদের বেতন বকেয়া রয়েছে,অচলাবস্থা জারি হয়েছে তা নিয়ে পৌরপ্রধানকেও কটাক্ষ করেন তিনি । বলেন, "এজন্য পৌরপ্রধানের পদত্যাগ করা উচিত ছিল বলে মনে করি ।"

৯ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর 24 পরগনায় আসছেন । সেই প্রসঙ্গে জ্যোতিপ্রিয় বলেন,"ওই দিন NRC ও CAA বিরোধী মিছিল করবেন মুখ্যমন্ত্রী । মিছিলে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ পা মেলাবে । থাকবে মতুয়ারাও । BJP-কে বলব ওই দিন টিকিট কেটে মুখ্যমন্ত্রীর মিছিল দেখে যেতে । "

Last Updated : Jan 7, 2020, 11:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details