হাবড়া, 23 নভেম্বর : রাজ্যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ ৷ চাঁচাছোলা ভাষায় একে অপরকে আক্রমণ করছেন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা ৷ রবিবার ফের BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে একহাতে নিলেন তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক ৷ গতকাল তিনি দিলীপ ঘোষের জিভ ও মুখের চিকিৎসা করানোর কথা বলেন । একইসঙ্গে BJP সাংসদ অর্জুন সিংকেও একহাত নেন ।
শনিবার জগদ্দলে গঙ্গার ঘাট পরিদর্শনের সময় অর্জুন সিং সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন, পাঁচ তৃণমূল সাংসদ BJP-তে যোগ দেবেন । আরও বলেন, ক্যামেরার বাইরে জিজ্ঞাসা করলে তৃণমূলের সৌগত রায়ও BJP-তে যোগ দেওয়ার কথা বলবেন ।
এপ্রসঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক গতকাল বলেন, ‘‘আগে জানতাম রাতের বেলায় অখাদ্য কুখাদ্য খেয়ে কিছু মানুষের পা টলে । এখন দেখছি, দিনের বেলাতেই ব্যারাকপুরের সাংসদ অখাদ্য-কুখাদ্য খেয়ে বাজে বকছেন । এইসব কথা থ্রি-ফোর পাশ ছেলেমেয়েরা বলে ।’’ সঙ্গে জ্যোতিপ্রিয়র সংযোজন, ‘‘পার্লামেন্টে প্রধানমন্ত্রী ও স্পিকার সৌগত রায়ের কথা মন দিয়ে শোনেন । তিনি পরপর দু'বার দেশের শ্রেষ্ঠ সাংসদ মনোনীত হয়েছেন । তাঁকে নিয়ে বলার মতো শিক্ষাগত যোগ্যতা ব্যারাকপুরের সাংসদের নেই ।'
রবিবার দত্তপুকুরের একটি অনুষ্ঠানে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘বাংলাকে গুজরাত বানাব । কারও বাবার সাধ্য নেই ঠেকাবে ।’’ এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে জ্যোতিপ্রিয় মল্লিক দিলীপ ঘোষেরও শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন । তারপর তিনি তাঁর সুচিকিৎসার পরামর্শ দেন । কটাক্ষ করে বলেন, ‘‘যদি ঠোঁট আর মুখ আটকানোর চিকিৎসা করা যায়, তাহলে তাঁর দলীয় নেতৃত্বের কাছে আবেদন করব দিলীপবাবুর যেন সেই ব্যবস্থা করা হয় ।’’
দিলীপ ঘোষকে আক্রমণ জ্যোতিপ্রিয়র রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীকে নিয়ে যে ‘‘আমরা দাদার অনুগামী’’ নামে পোস্টার পড়ছে, সে প্রসঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘‘আমার সন্দেহ BJP সভাপতি দিলীপ ঘোষ এইসব করাচ্ছেন । নিজেরাই পোস্টার তৈরি করে দাদার অনুগামী বলে পোস্টার লাগাচ্ছেন ।’’