বারাসত, 11 ডিসেম্বর : "দুয়ারে সরকার" কর্মসূচি নিয়ে এবার বিরোধীদের তোলা অভিযোগের জবাব দিলেন জেলা তৃণমূলের সভাপতি ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । গতকাল সন্ধ্যায় জেলাপরিষদের তিতুমীর সভাগৃহে তৃণমূল সরকারের 10 বছরের রিপোর্ট কার্ড তুলে ধরে পালটা বিরোধীদের এই প্রসঙ্গে আক্রমণ করেন তিনি ।
খাদ্যমন্ত্রী বলেন," মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটের চমক দিয়ে রাজনীতি করতে হয় না । যাঁরা (সিপিআইএম, বিজেপি ও কংগ্রেস)এই অভিযোগ করছে তাঁরা হয়তো জানে না মুখ্যমন্ত্রী 9 কোটি 50 লাখ মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে । সেই খাবার কি শুধু তৃণমূল লোকেরাই পাচ্ছে? বিজেপির লোকেরা কি পাচ্ছে না? বিজেপির সমর্থক, তাঁরা কি এই পরিষেবা পাচ্ছে না? আমরা পরিষেবা দিতে গিয়ে রাজনীতির রঙ দেখি না । যে গরিব তাঁর গায়ে সিপিআইএম, কংগ্রেস, বিজেপি ও তৃণমূল লেখা থাকে না । গরিব গরিবই হয় ৷ "