বাদুড়িয়া (উত্তর 24 পরগনা), 10 ডিসেম্বর: গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত তৃণমূলকে (Trinamool Congress) সঙ্ঘবদ্ধ করতে এবার দলীয় কর্মীদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) । স্পষ্টভাবে বললেন, "দলে থেকে কোনও গ্রুপিজিম (গোষ্ঠী) করা যাবে না । তৃণমূলে একটাই প্লাটফর্ম থাকবে । সেটি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ৷" শনিবার উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় এক রক্তদান শিবিরে (Blood Donation Camp) হাজির হয়ে মঞ্চ থেকে দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা দেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ পঞ্চায়েত ভোটের আগে যা নিয়ে অবশ্য কটাক্ষ ছুঁড়ে দিয়েছে গেরুয়া শিবির ।
রক্তদান শিবিরের মঞ্চে থেকে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে এদিন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আরও বলেন, "দলের মধ্যে যেন কোনও দ্বিধা দ্বন্দ্ব না থাকে । আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় । নেতা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ তারপরও কেন আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব থাকবে ? দ্বিধা দ্বন্দ্ব থাকলে তা কাটিয়ে উঠতে হবে । একসঙ্গে সকলকে চলতে হবে । থাকতে হবে । খেতে হবে । কোনও কর্মী আক্রান্ত হলে সকলে মিলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে । যাতে কেউ চক্রান্ত করতে না পারে ৷"
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মিলিয়ে পঞ্চায়েত ভোট (Panchayat Elections 2023) সুষ্ঠুভাবে করা নিয়েও এদিন দলীয় কর্মীদের সতর্ক করেছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । তাঁর কথায়, "পঞ্চায়েত ভোট যেন প্রহসনে পরিণত না হয় । সুষ্ঠু এবং অবাধে পঞ্চায়েত ভোট করতে হবে । মানুষ যেন তাঁর নিজের ভোট দিতে পারে । এটা আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি । কোথায়ও কারও কোনও অভিযোগ থাকলে সে যেন প্রশাসনের বিভিন্নস্তরে যায় । কিন্তু কোনও মতেই মানুষকে ভোটদানে বাধা দেওয়া যাবে না ৷"
এই পরিপ্রেক্ষিতে বিরোধীদের দিকে আঙুল তুলে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "বিজেপির তিন-চারটে চ্যাংড়া, ছোকরা উস্কানি দিয়ে বাজার গরম করার চেষ্টা করছে । বাংলা ভাষায় তাঁদের আমরা ফড়ে বলে থাকি । তাঁদের সঙ্গে মিশেছে সিপিএম এবং কংগ্রেসও । যারা প্রতিনিয়ত উস্কানিমূলক কথাবার্তা বলে অশান্তি পাকানোর চেষ্টা করছে পঞ্চায়েত ভোটের আগে । এদের উস্কানিতে পা দেওয়া চলবে না । সচেতন থাকতে হবে সবাইকে । আর বিজেপিকে শেষ করতে হবে এই রাজ্য থেকে ৷"