পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বোমার শিল্প অর্জুনের থেকে ভালো কেউ জানে না: জ্যোতিপ্রিয় - দিলীপ ঘোষ

BJP নেতাদের পাগল বললেন জ্যোতিপ্রিয় মল্লিক ৷ এছাড়াও BJP দলকে পাগলের দল বলে কটাক্ষ করেন তিনি ৷ অর্জুন সিংকে বোমা বাঁধার শিল্পী বলে আক্রমণ করেন ৷

Jyotipriya Mallick
জ্যোতিপ্রিয় মল্লিক

By

Published : Jan 11, 2020, 11:06 PM IST

হাবড়া, 11 জানুয়ারি: উত্তর ২৪ পরগনার হাবড়ায় একটি সরকারি অনুষ্ঠানের যোগ দিয়ে BJP-কে আক্রমণ করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক ৷ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে BJP-র কয়েকজন নেতাকে কটাক্ষ করেন তিনি ৷ বলেন, "দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা ও সায়ন্তন বসু চারজনই হল বদ্ধ পাগল । আমি হলে ওঁদের হাসপাতালে ভরতি করে দিতাম । না হলে পাগলাগারদে রেখে দেওয়া দরকার ।"

চলতি সপ্তাহের বৃহস্পতিবার মধ্যমগ্রাম থেকে বারাসত পর্যন্ত পদযাত্রা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী ১৯ জানুয়ারি একই পথে তারই পালটা পদযাত্রা করবেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । আজ এব্যাপারে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে বলেন, "মুখ্যমন্ত্রীর পদযাত্রায় পাঁচ লাখ মানুষ হেঁটেছেন । দিলীপ ঘোষের পদযাত্রায় পাঁচ জন হাঁটবেন । মুখ্যমন্ত্রীর এই পদযাত্রার কথা ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে । দিলীপ ঘোষ পদযাত্রায় পাঁচ জনের বেশি মানুষকে পাবেন না । ওরা এক কাজ করুক, দমদমের নাগেরবাজার থেকে বনগাঁ পর্যন্ত পদযাত্রা করুক । তাহলে মুখ্যমন্ত্রীর চেয়ে বেশি হাঁটতে পারবেন ।"

তিনি এই বিষয়ে আরও বলেন, "BJP একটা পাগলের দল । ওদের দলের BJP অক্ষরগুলো পালটে দিয়ে লেখা উচিত পাগলের দল । ওই দলের সব ক'টা নেতাই পাগল । আমি হলে দিলীপ, মুকুল, রাহুল ও সায়ন্তনকে হাসপাতালে ভরতি করতাম । ওদের চিকিৎসার ব্যবস্থা করতাম । না হলে প্রত্যেককে পাগলা গারদে ভরতি করে দিতাম । আমরা ওদের নিয়ে ভাবিই না । পুলিশও ভাবে না । আমরা ওদের রাজনৈতিক নেতা বলেও মনে করি না । কর্মী বলেও মনে করি না । আমি মনে করি, পাগলদের পাগলাগারদ থেকে এনে ছেড়ে দেওয়া হয়েছে রাস্তায় । দিলীপ হল সে রকম একজন ।"

অন্যদিকে আজ নৈহাটির বিস্ফোরণ স্থান পরিদর্শনে যান BJP সাংসদ অর্জুন সিং ৷ তৃণমূলই সেখানে বোমা তৈরি করত বলে অভিযোগ তোলেন তিনি ৷ সামনে পৌরসভা নির্বাচন ৷ সেই নির্বাচনে জয়লাভ করতেই তৃণমূল এই বোমা মজুত রেখেছিল তা ব্যবহার করবে বলে অভিযোগ জানান তিনি ৷ প্রতিক্রিয়ায় জ্যোতিপ্রিয়বাবু বলেন, "বোমার বিষয়টই উনি খুব ভালো করে জানেন ৷ বোম যে কী শিল্প তা অর্জুন সিংয়ের থেকে ভালো কেউ জানে না ৷ ভারত পাকিস্তানের লড়াই হলে যে পরিমাণ বোমা পড়েছিল সেই পরিমাণ বোমা ফেলেছে অর্জুন ৷ কাঁকিনাড়া, ভাটপাড়া, নৈহাটি, বীজপুর, নোয়াপাড়া বিভিন্ন জায়গায় বোমা ফেলেছে ৷ তাই শিল্পটা উনি ভালো করে জানেন কী করে বোমা তৈরি করতে হয় ৷ কীভাবে বোমা মারতে হয় ৷ মিডিয়ায় যেগুলো দেখা গেছে সেগুলো কালিপটকা, বারুদ, চকোলেট বোমা, তুবড়ি ৷ ওখানে কোনও বোমা পাওয়া যায়নি ৷ ওগুলো ড্রামের মধ্যে রেখে দেওয়া হয়েছিল ৷ ওগুলোকে ধীরে ধীরে নিষ্ক্রিয় করার দরকার ছিল কিন্তু এক্ষেত্রে একসঙ্গে করে দেওয়া হয়েছে ৷ অর্জুনের থেকে বাংলায় বোমার শিল্প আর কেউ ভালো জানেন না ৷ উনি ওটাকে কুটির শিল্প বানিয়ে ফেলেছেন ৷ ওনার কাছে কত বেআইনি অস্ত্র আছে, কোথায় আছে তা উনি খুব ভালোই জানেন ৷ ওর মতো এত বড় অস্ত্রের শিল্পী আমি জীবনদশায় দেখিনি ৷ মুঙ্গের কাকে বলে উনি জানেন ৷ মুঙ্গেরে কোন গলি দিয়ে, কোথা থেকে অস্ত্র আনতে হবে উনি জানেন ৷ উনি নতুন করে আর কী বলবেন? নিজের দোষকে অন্যের ঘাড়ে চাপানো যাবে না ৷ অর্জুনবাবু আয়নায় ভালো করে মুখটা দেখুন ৷ তাহলেই বুঝতে পারবেন কী বলছেন আর কী দেখাচ্ছেন আমাদের ৷"

ABOUT THE AUTHOR

...view details