পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাবরায় দুয়ারে অক্সিজেন প্রকল্পের উদ্বোধনে জোতিপ্রিয় মল্লিক - duare oxygen

হাবরা পৌরসভার ব্যবস্থাপনায় এদিন প্রাথমিকভাবে 40টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে দুয়ারে অক্সিজেন প্রকল্প শুরু হল ৷ আগামীতে এই সংখ্যাটা বাড়িয়ে 200 সিলিন্ডার করা হবে। বৃহৎ হাবড়া এলাকার করোনা আক্রান্ত রোগীরা বিনামূল্যে অক্সিজেন পরিষেবা পাবেন। রোগীর পরিজনেরা পৌরসভার সঙ্গে যোগাযোগ করলে হাবরা পৌরসভার পক্ষ থেকে তাঁদের বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া হবে।

হাবরায় দুয়ারে অক্সিজেন প্রকল্পের উদ্বোধনে জোতিপ্রিয় মল্লিক
হাবরায় দুয়ারে অক্সিজেন প্রকল্পের উদ্বোধনে জোতিপ্রিয় মল্লিক

By

Published : Jun 1, 2021, 11:00 PM IST

হাবরা , 1 জুন : করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে কার্যত দিশেহারা সাধারণ মানুষ। যদিও কিছু দিন যাবৎ রাজ্যে করোনা সংক্রমণ খানিকটা নিম্নমুখী ৷ কিন্তু রাজ্যের বিভিন্ন হাসপাতালে বেড ও অক্সিজেন মেলা দায় হয়ে পড়েছে। একই অবস্থা উত্তর 24 পরগনাতেও। এই অবস্থায় করোনা আক্রান্তের বাড়িতে বিনামূল্যে অক্সিজেন পরিষেবা দিতে উদ্য়োগী হল হাবড়া পৌরসভা। আজ সকালে হাবরা কলতান প্রেক্ষাগৃহে দুয়ারে অক্সিজেন প্রকল্পের সূচনা করলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

হাবরায় দুয়ারে অক্সিজেন প্রকল্পের উদ্বোধনে জোতিপ্রিয় মল্লিক

পৌরসভা সূত্রে খবর, হাবরা পৌরসভার ব্যবস্থাপনায় এদিন প্রাথমিকভাবে 40টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে দুয়ারে অক্সিজেন প্রকল্প শুরু হল ৷ আগামীতে এই সংখ্যাটা বাড়িয়ে 200 সিলিন্ডার করা হবে। বৃহৎ হাবড়া এলাকার করোনা আক্রান্ত রোগীরা বিনামূল্যে অক্সিজেন পরিষেবা পাবেন। রোগীর পরিজনেরা পৌরসভার সঙ্গে যোগাযোগ করলে হাবরা পৌরসভার পক্ষ থেকে তাঁদের বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া হবে।

এবিষয়ে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, " চতুর্দিকে অক্সিজেনের ঘাটতি ৷ মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় হাবরা পৌরসভার পক্ষ থেকে বিনামূল্যে দুয়ারে অক্সিজেন প্রকল্প চালু করা হল আজ। হাবরাবাসী পৌরসভার সঙ্গে যোগাযোগ করলে এই অক্সিজেন পরিষেবার পাবেন। আজ 40টি সিলিন্ডার দিয়ে প্রাথমিকভাবে দুয়ারে অক্সিজেন চালু করা হল। আরও 120টি সিলিন্ডার আসছে। মোট 200 সিলিন্ডারের ব্যবস্থা থাকবে পৌরসভায়। রাজ্যে করোনা সংক্রমণ অনেকটাই কমেছে ৷ করোনার বিরুদ্ধে আমরা জিতবই ৷ "

আরও পড়ুন :সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল, ঘোষণা কেন্দ্রের

ABOUT THE AUTHOR

...view details