হাবরা , 1 জুন : করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে কার্যত দিশেহারা সাধারণ মানুষ। যদিও কিছু দিন যাবৎ রাজ্যে করোনা সংক্রমণ খানিকটা নিম্নমুখী ৷ কিন্তু রাজ্যের বিভিন্ন হাসপাতালে বেড ও অক্সিজেন মেলা দায় হয়ে পড়েছে। একই অবস্থা উত্তর 24 পরগনাতেও। এই অবস্থায় করোনা আক্রান্তের বাড়িতে বিনামূল্যে অক্সিজেন পরিষেবা দিতে উদ্য়োগী হল হাবড়া পৌরসভা। আজ সকালে হাবরা কলতান প্রেক্ষাগৃহে দুয়ারে অক্সিজেন প্রকল্পের সূচনা করলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
পৌরসভা সূত্রে খবর, হাবরা পৌরসভার ব্যবস্থাপনায় এদিন প্রাথমিকভাবে 40টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে দুয়ারে অক্সিজেন প্রকল্প শুরু হল ৷ আগামীতে এই সংখ্যাটা বাড়িয়ে 200 সিলিন্ডার করা হবে। বৃহৎ হাবড়া এলাকার করোনা আক্রান্ত রোগীরা বিনামূল্যে অক্সিজেন পরিষেবা পাবেন। রোগীর পরিজনেরা পৌরসভার সঙ্গে যোগাযোগ করলে হাবরা পৌরসভার পক্ষ থেকে তাঁদের বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া হবে।