বিজেপির ষড়যন্ত্রে গ্রেফতার, মমতা-অভিষেক সব জানেন; দাবি জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেক, 3 নভেম্বর: গ্রেফতার হওয়ার পর ইডি ও কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে বাড়ি থেকে বের হওয়ার সময় যে কথা বলেছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, শুক্রবার তাঁর মুখে আরও একবার সেই কথা শোনা গেল ৷ সেদিনও জ্যোতিপ্রয় ওরফে বালু দাবি করেছিলেন যে তাঁর গ্রেফতারির নেপথ্যে বিজেপির ষড়যন্ত্র রয়েছে ৷ এ দিনও সেই ষড়যন্ত্রের অভিযোগ আবারও তুললেন তিনি ৷ তবে একই সঙ্গে এ দিন তাঁর সংযোজন, মমতা বন্দ্যোপাধ্য়ায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জানেন ৷
দিন কয়েক আগে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ আদালতের নির্দেশে তিনি আপাতত ইডি-র হেফাজতে রয়েছেন ৷ শুক্রবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি অফিস থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় আলিপুরের কমান্ড হাসপাতালে ৷ ইডি অফিস থেকে বেরিয়ে গাড়িতে ওঠার আগে পর্যন্ত সাংবাদিকরা প্রাক্তন খাদ্যমন্ত্রীর উদ্দেশ্যে একাধিক প্রশ্ন ছুঁড়ে দেন ৷
প্রতিটি প্রশ্নের আলাদা করে উত্তর দেননি উত্তর 24 পরগনার হাবরার বিধায়ক ৷ তবে নিজের বক্তব্য জানান ৷ প্রথমেই এই দুর্নীতি কাণ্ডে নিজেকে নির্দোষ বলে দাবি করেন তিনি ৷ আর তাঁর গ্রেফতারি নিয়ে পুরো দোষ চাপিয়ে দেন বিজেপির উপর ৷ জ্য়োতিপ্রিয় মল্লিক বলেন, ‘‘আমি নির্দোষ ৷ আমাকে ফাঁসানো হয়েছে বিজেপিকে দিয়ে ৷’’
যেদিন তাঁকে গ্রেফতার করা হয়, সেদিনও বাড়ি থেকে বের হওয়ার সময় একই কথা বলেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক ৷ তবে সেদিন যা বলেননি, এ দিন নিজের বক্তব্যে সেটাই সংযোজন করেন ৷ তাঁর বক্তব্য, ‘‘মমতাদি (মমতা বন্দ্যোপাধ্যায়) পুরোটাই জানেন ৷’’ এর পরই তিনি তাঁর দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকার অঙ্গীকার করেন ৷ বলেন, ‘‘দলের সঙ্গে ছিলাম, আছি, থাকব ৷’’
এর পর আবার তিনি বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন জ্যোতিপ্রিয় ৷ বলেন, ‘‘বিজেপি আমাকে ফাঁসিয়েছে ৷ আমি মুক্ত ৷ জেনে রেখেদিন অলরেডি আমি মুক্ত হয়ে গিয়েছি ৷’’ এর পর আবারও বিজেপির বিরুদ্ধে তাঁকে ফাঁসানোর অভিযোগ করেন ৷ পুরো বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় জানেন বলেও ফের উল্লেখ করেন ৷ গাড়িতে উঠে বসার সময় তাঁর মুখে আবার শোনা যায়, ‘‘আমি দলের সঙ্গে আছি ৷’’
এর পরই জ্যোতিপ্রিয় মল্লিকের মুখে শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ৷ তিনি বলেন, ‘‘মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমি আছি ৷’’ তিনি এও দাবি করেন যে তাঁর দল তৃণমূল কংগ্রেস তাঁর পাশেই আছে ৷ এর পর তাঁর সংযোজন, ‘‘মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জানে ঘটনা ৷ সত্য প্রকাশ হবে ৷ দু’দিনের মধ্যে সত্য প্রকাশ হয়ে যাবে ৷’’
আরও পড়ুন:প্রাক্তন আপ্ত সহায়কের ফোন থেকে বাকিবুরের সঙ্গে যোগাযোগ রাখতেন বালু, খবর ইডি সূত্রে