বিধাননগর, 18 ফেব্রুয়ারি: এবার সাইবার প্রতারণার শিকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৷ ঘুরতে যাওয়ার জন্যে অনলাইনে হোটেল বুক করে প্রতারণার শিকার হন বিচারক সোমশুভ্র ঘোষাল (Judicial Magistrate Somsubhra Ghoshal Victims of Cyber Crime) ৷ এই ঘটনায় বিধাননগর সাইবার ক্রাইম থানা তদন্তে নেমে রাজস্থান থেকে মূল অভিযুুক্তকে গ্রেফতারও করেছে ৷ ধৃতের নাম প্রেম চাঁদ ৷ বিচারক সোমশুভ্র ঘোষাল কোন আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত রয়েছেন তা জানাতে চায়নি পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর, আগে বিধাননগর আদালতে ছিলেন তিনি ৷
পুলিশ সূত্রে খবর, 2022 সালের অক্টোবর মাসে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোমশুভ্র ঘোষাল বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ দায়ের করেন ৷ সেখানে তিনি জানিয়েছিলেন, পরিবার নিয়ে পুরীতে ঘুরতে যাওয়ার জন্যে অনলাইনে একটি পাঁচতারা হোটেলের বুকিং করার চেষ্টা করেন ৷ কিন্তু, সেই সময়ই তাঁর কাছে সেই হোটেলের বুকিং প্রসিডিউরের জন্যে একজন ফোন করেন ৷ হোটেলে বুকিং করার জন্য বিচারককে টাকা জমা দিতে বলেন ফোনের উলটো দিকে থাকা ব্যক্তি ৷ সেই মতো বিচারককে অ্যাকাউন্ট ডিটেলস পাঠানো হয় ৷