জগদ্দল, 5 মে : জগদ্দলে মৃতা শোভারানি মণ্ডলের বাড়িতে জে পি নাড্ডা এবং অর্জুন সিং । মৃতার বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান তিনি ।
মৃত শোভারানির বাড়িতে নাড্ডা, পাশে থাকার আশ্বাস - মৃতার বাড়ি নাড্ডা
ভাটপাড়ার 28 নম্বর ওয়ার্ডের রাহুতা বিআরএস কলোনি এলাকায় ছেলে ও পূত্রবধূকে মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে প্রাণ যায় বছর 80 এর শোভারানি মণ্ডলের ৷ আজ সেই বিজেপি কর্মীর বাড়িতে যান বিজেপির সর্বভারতীয় সভাপতি । তাঁর সঙ্গে ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ।
ভোট পরবর্তী হিংসার জেরে একাধিক বিজেপি কর্মী সমর্থক প্রাণ হারিয়েছেন । মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গতকালই রাজ্যে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা । গতকাল থেকেই মৃতদের বাড়ি যাচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা । ভাটপাড়ার 28 নম্বর ওয়ার্ডের রাহুতা বিআরএস কলোনি এলাকায় ছেলে ও পূত্রবধূকে মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে প্রাণ যায় বছর 80 এর শোভারানি মণ্ডলের ৷ আজ সেই বিজেপি কর্মীর বাড়িতে যান বিজেপির সর্বভারতীয় সভাপতি । তাঁর সঙ্গে ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং । গণনার পর রাতে যা ঘটনা হয়েছিল তা তিনি পুরোটাই শোনেন আক্রান্ত পরিবারের মুখ থেকে । আক্রান্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি । জেপি নাড্ডা বলেন, "মমতা বন্দোপাধ্যায় ক্ষমতার দম্ভে এরকম রক্তক্ষয়ী হিংসা চালিয়ে যাচ্ছেন । আমরা এই অন্যায়ের প্রতিবাদে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চালিয়ে যাব ।"
আরও পড়ুন : জে পি নাড্ডা চলে যাওয়ার পর ঝামেলা হবে না তো ? মা কে হারিয়ে আতঙ্কে বিজেপি কর্মীর পরিবার
অন্য়দিকে শোভারানী মণ্ডলের পরিবারের লোকজন আতঙ্কিত । বিজেপি কর্মী জানিয়েছেন, উনি এসে সমবেদনা জানিয়েছেন, ভালো লাগছে । কিন্তু আমরা এটা নিয়ে রাজনীতি চাই না ।