পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বারাসতে গ্রিল ভেঙে চুরি সোনা ও নগদ টাকা - barasat

বারাসতের হৃদয়পুর মিলনপল্লি এলাকায় বাড়ির তালা ভেঙে চুরি ৷ আলমারি থেকে 17 ভরি সোনা ও নগদ টাকা চুরি করে দুষ্কৃতীরা ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

চুরি সোনা ও নগদ টাকা
চুরি সোনা ও নগদ টাকা

By

Published : Dec 17, 2019, 10:20 PM IST

বারাসত, 17 ডিসেম্বর : ছেলে, বউয়ের সঙ্গে গিয়েছিলেন ডাক্তার দেখাতে ৷ সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেন দরজায় তালা নেই ৷ সন্দেহ হয় ননীগোপাল বারুইয়ের ৷ ঘরে ঢুকে দেখেন, শাবল দিয়ে ভাঙা হয়েছে দরজা ৷ আলমারি খোলা, সব এলোমেলো ৷ দেখেন নগদ টাকা বা সোনার গয়না কিছুই নেই বাড়িতে ৷ চুরি হয়ে গেছে সব ৷

ননীগোপাল বারুই বারাসতের হৃদয়পুর মিলনপল্লি এলাকার বাসিন্দা ৷ পেশায় জীবন বিমা আধিকারিক ৷ গতকাল সকালে স্ত্রী রাখি বারুই ও ছেলে সায়ন্তনকে নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন ৷ ঘরে ফিরে দেখেন, তালা ভাঙা ৷ আলমারি খোলা ৷ জিনিসপত্র লণ্ডভণ্ড ৷ খোয়া গেছে প্রায় 17 ভরি সোনা ও লক্ষাধিক নগদ টাকা ৷ রাখি বারুই বলেন, "দুষ্কৃতীরা সব মিলিয়ে 17 ভরি সোনার গয়না ও প্রায় 90 হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে ৷ আরও টাকা ছিল ৷ সব নিয়ে গেছে ৷ থানায় অভিযোগ দায়ের করেছি ৷"

ঘরে ফিরে দেখলেন খোয়া গেছে সোনা ও নগদ টাকা, জানালেন রাখি বারুই

পুলিশ সূত্রে খবর, ফাঁকা বাড়ি পেলেই দুষ্কৃতীরা লুঠ করে পালাচ্ছে ৷ রাখি বারুই বলেন, "আমাদের পাড়াতেই কয়েকটি চুরির ঘটনা ঘটেছে ৷ পুলিশ আমাদের আশ্বাস দিয়েছে ৷ তবু নিরপত্তাহীনতায় রয়েছি ৷"

ABOUT THE AUTHOR

...view details