পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Matua Milan Bithi Club : খেলার জগতে আত্মপ্রকাশ মতুয়াদের, জার্সি উদ্বোধন ‘মতুয়া মিলন বীথি’ ফুটবল ক্লাবের - মতুয়া

কলকাতা ময়দানে আত্মপ্রকাশ করতে চলেছে মতুয়াদের ফুটবল ক্লাব ৷ মতুয়া মিলন বীথি নামে ওই ফুটবল ক্লাবের আজ জার্সি উদ্বোধন করলেন বেঙ্গল অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায় (Jersey Inauguration of Matua Milan Bithi Football Club) ৷ মতুয়া সম্প্রদায়ের ছেলে-মেয়েদের নিয়ে তৈরি এই ক্লাব কলকাতা ফুটবল লিগের ফার্স্ট ডিভিশন খেলবে ৷

Jersey Inauguration of Matua Milan Bithi Football Club
Jersey Inauguration of Matua Milan Bithi Football Club

By

Published : May 28, 2022, 1:41 PM IST

গাইঘাটা, 28 মে : প্রথমবার আইএফএ পরিচালিত কলকাতা ফুটবল লিগের ফার্স্ট ডিভিশনে অংশ নিতে চলেছে মতুয়া সম্প্রদায়ের ক্লাব ৷ মতুয়াদের ফুটবল দল ‘মতুয়া মিলন বীথি’ ক্লাব টুর্নামেন্টে অংশ নেবে (Jersey Inauguration of Matua Milan Bithi Football Club) ৷ শুক্রবার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আনুষ্ঠানিকভাবে দলের জার্সির উদ্বোধন হল ৷ ছিলেন বেঙ্গল অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায় ৷

ঠাকুরবাড়ির তরফে জানানো হয়েছে, মতুয়া সম্প্রদায়ের 42 জন ছেলে-মেয়েকে তিন মাস ধরে কলকাতা ফার্স্ট ডিভিশন ফুটবল লিগের জন্য বিশেষভাবে অনুশীলন করানো হয়েছে ৷ যার মধ্যে 21 জনকে নিয়ে ‘মতুয়া মিলন বীথি’ ক্লাব তৈরি করা হয়েছে ৷ তাঁরা আগামী কলকাতা ফার্স্ট ডিভিশন লিগে খেলবে ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব’ গঠনের পরেই মতুয়াদের ফুটবল দল তৈরি হল ৷ এতে শুরু হয়েছে কানাঘুষো ৷ তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটছেন বনগাঁ প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর ?

যদিও মমতাবালা ঠাকুর জানিয়েছেন, ‘‘হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের চিন্তাভাবনা একদিকে আধ্যাত্বিক আরও একদিকে জাগতিক ৷ তাই আমাদের সামাজিক কাজ করতে হবে ৷ খেলাধুলোর মাধ্যমে আমাদের সমাজের ছেলে-মেয়েরা যাতে বিশ্বে মতুয়াদের নাম উজ্জ্বল করে, সেটাই লক্ষ্য ৷’’ তিনি এও জানান, আগামী দিনে তাঁদের লক্ষ্য মতুয়া সমাজের ছেলেমেয়েরা যাতে অলিম্পিক্সে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে পারে ৷

আরও পড়ুন : Narendra Modi Tweets : 'ওরাকান্দি ঠাকুরবাড়ি দর্শন সৌভাগ্যের', মতুয়া ধর্ম মহামেলায় ভাষণের আগে টুইট মোদির

এ নিয়ে বেঙ্গল অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘মতুয়া সম্প্রদায়ের এই ফুটবল দল আগামী দিনে ভাল ফুটবল খেলে, কলকাতার গড়ের মাঠে চ্যাম্পিয়ন হবে ৷ এই আশা রাখি ৷ শুধু ফুটবল নয়, ক্রিকেট, ভলিবল, হকি, সাঁতারের মতো ক্রীড়াক্ষেত্রে নিজস্বতা তৈরি করবেন মতুয়ারা ৷’’

আরও পড়ুন : Governor Illness : মতুয়া মেলায় যাওয়ার পথে অসুস্থ রাজ্যপাল, খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

এ দিনের জার্সি উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইঘাটা এবং হাবরা 1 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস, চাকদা পঞ্চায়েত সমিতির সভাপতি হরপ্রসাদ হালদার, অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের চেয়ারপার্সন মমতাবালা ঠাকুর, মতুয়া মহাসঙ্ঘের সদস্য এবং মতুয়া ভক্তরা ৷ জার্সি উদ্বোধনের পাশাপাশি মতুয়া উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে মতুয়া সম্প্রদায়ের 25 জনের হাতে বাড়ি তৈরির জন্য সরকারি অর্থের চেক তুলে দেওয়া হয় ৷

ABOUT THE AUTHOR

...view details