ঠাকুরনগর, 30 জানুয়ারি : পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসের বৈঠকে যাঁরা ছিলেন তাঁরা তো আছেনই, সংখ্যাটা এখন আরও বেড়েছে । শনিবার রাতে ঠাকুরনগরে শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক শেষে এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন সাময়িক বরখাস্ত বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার । বৈঠকে ছিলেন বিজেপির আরেক বিক্ষুব্ধ এবং বরখাস্ত বিজেপি নেতা রীতেশ তিওয়ারিও (Jayprakash Majumdar and Ritesh Tiwari met Shantanu Thakur at Thakurnagar) ৷ যদিও এদিনের বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে মুখ খুলতে চাননি জয়প্রকাশ এবং রীতেশ ৷
বাজেট অধিবেশনে যোগদান করতে রবিবার দুপুরে দিল্লি উড়ে যাচ্ছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর । সূত্রের খবর, অমিত শাহের সঙ্গে বৈঠকেরও পরিকল্পনা রয়েছে তাঁর । তাই দিল্লি উড়ে যাওয়ার আগের রাতে শান্তনু ঠাকুরের সঙ্গে বরখাস্ত দুই নেতার সাক্ষাৎ বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ এদিন রাত ন'টা নাগাদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বাসভবনে প্রবেশ করেন তাঁরা । প্রায় এক ঘণ্টা শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক করেন দু'জনে ।