জয়নগর, 20 নভেম্বর: মুম্বই থেকে নিখোঁজ এক নাবালিকাকে (Minor Girl) উদ্ধার করল জয়নগর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু'বছর ধরে প্রেমের সম্পর্ক তৈরি করে বিয়ের প্রলোভন দেখিয়ে জয়নগর (jaynagar)-এর এক নাবালিকাকে মুম্বইতে পাচার করে দিয়েছিল এক যুবক। সেখানে নিয়ে গিয়ে ওই নাবালিকাকে দেহব্যবসায় নামানোর ছক ছিল অভিযুক্তের। কিন্ত জয়নগর থানার পুলিশের তৎপরতায় বানচাল হয়ে গেল সেই ছক। মুম্বই (Mumbai) থেকে উদ্ধার করা হল নাবালিকাকে।
গ্রেফতার করা হয়েছে আলাউদ্দিন মোল্লা নামে ওই অভিযুক্তকে। মুম্বই থেকে ট্র্যানজিট রিমান্ডে তাকে শুক্রবার রাতে জয়নগর থানায় নিয়ে আসে পুলিশ। ধৃত আলাউদ্দিন মোল্লার বাড়ি ক্যানিং থানার সন্দেশখালি এলাকায় । বারুইপুর পুলিশ জেলায় তার নামে নারী পাচারের বেশ কয়েকটি অভিযোগ আছে। দিল্লি, মুম্বইয়ের পাচার চক্রের সঙ্গে জড়িত ছিল সে ৷ আলাউদ্দিনের সঙ্গে আর কারা জড়িত আছে এই চক্রে তা খতিয়ে দেখছে পুলিশ।
জয়নগরের নিখোঁজ নাবালিকাকে মুম্বই থেকে উদ্ধার করল পুলিশ আরও পড়ুন : Kolkata Police Cyber Crime : এবার সাইবার দস্যুদের কবলে স্বয়ং কলকাতা পুলিশের কনস্টেবল
জয়নগর থানা এলাকায় বাড়ি ওই নাবালিকার ৷ নাবিলাকার পরিবার জানিয়েছে, অক্টোবর মাসের শেষ সপ্তাহে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় সে। জয়নগর থানায় অভিযোগ দায়ের করা হয়। থানার আইসি অতনু সাঁতরার নির্দেশে এসআই বিট্টু পালের নেতৃত্বে একটি তদন্তকারী টিম গঠন করা হয়। এরপর মোবাইল ট্র্যাক করে সন্ধান পাওয়া যায় ওই নাবালিকার। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে ক্যানিং মহিলা থানার পুলিশও অনেকদিন ধরে খুঁজছিল। ধৃতকে শনিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়।