জগদ্দল, 20 জুলাই: রুস্তম গুমটি এলাকায় উদ্ধার বোমা । কয়েকদিন আগে উত্তর 24 পরগনার জগদ্দলের এই এলাকায় এক যুবক খুন হন ৷ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ৷ বোমাবাজি ও বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয় । মঙ্গলবার ভোররাতে তল্লাশি চালিয়ে এলাকা থেকে ছ'টি বোমা উদ্ধার করেছে জগদ্দল থানার পুলিশ । একটি বিস্কুট কারখানার সামনে থেকে বোমাগুলি পাওয়া যায় । কে বা কারা এই বোমাগুলি রেখেছিল, তার তদন্ত শুরু করেছে জগদ্দল পুলিশ (Jagaddal Police recovers bomb from rustam gumti area in Uttar 24 Parganas) ।
ব্যারাকপুরের পুলিশ কমিশনার অজয় কুমার ঠাকুর বলেন, "যে জায়গায় খুন হয়েছিল, সেখানে বারে বারে তল্লাশি চালানো হচ্ছিল ৷ ওই জায়গা থেকেই মঙ্গলবার রাতে বোমা পাওয়া গিয়েছে ৷"