শ্যামনগর, 3 জুলাই: পাকড়াও জগদ্দলে গুলির ঘটনায় মূল অভিযুক্ত-সহ 3 ৷ এদের আটক করল জগদ্দল থানার পুলিশ । ধৃতরা করণ যাদব, শুভঙ্কর সিং ও তাপস দে । মৃত রোহিত দাসের বাবা আগেই জানিয়েছিলেন, হাসপাতালে নিয়ে যাওয়ার পর দশ মিনিট রোহিত দাসের জ্ঞান ছিল । সে তখনই করণের নাম বলে মৃত্যুর কোলে ঢলে পড়ে । তবে এই ঘটনা জগদ্দল থানার বড় সাফল্য ৷ খবর পাওয়ার আনুমানিক 2 ঘণ্টার মধ্যে জেলার অন্য প্রান্ত থেকে অভিযুক্তদের হেফাজতে নিতে সমর্থ হয় জগদ্দল থানার পুলিশ । পুলিশ এদের থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে খুনের কারণ জানবেন । আগামিকাল হয়তো এদের বারাকপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হবে (Jagaddal Police arrests 3 over Shyamnagar shootout) ।
ভাটপাড়া শুটআউটের ঘটনায় 24 ঘণ্টা যেতে না যেতেই ফের গুলি চলেছে শ্যামনগরে । দুষ্কৃতীদের ছোড়া গুলিতে খুন হন বছর আঠেরোর তরুণ রোহিত দাস ৷ শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে জগদ্দল থানার শ্যামনগর 26 নম্বর রেলগেটের কাছে ৷