পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Shyamnagar Shootout: পুলিশের 2 ঘণ্টার চেষ্টায় জগদ্দল খুনের মূল অভিযুক্ত-সহ গ্রেফতার 3 - জগদ্দল খুনের মূল অভিযুক্তসহ গ্রেফতার 3

শনিবার রাত আড়াইটে নাগাদ মদের আসরে খুন হন রোহিত দাস ৷ মাত্র কয়েক ঘণ্টার চেষ্টাতেই পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত 3 জন (Shyamnagar Shootout) ৷

Shyamnagar Shootout Arrest
শ্যামনগরে গুলি

By

Published : Jul 3, 2022, 2:21 PM IST

শ্যামনগর, 3 জুলাই: পাকড়াও জগদ্দলে গুলির ঘটনায় মূল অভিযুক্ত-সহ 3 ৷ এদের আটক করল জগদ্দল থানার পুলিশ । ধৃতরা করণ যাদব, শুভঙ্কর সিং ও তাপস দে । মৃত রোহিত দাসের বাবা আগেই জানিয়েছিলেন, হাসপাতালে নিয়ে যাওয়ার পর দশ মিনিট রোহিত দাসের জ্ঞান ছিল । সে তখনই করণের নাম বলে মৃত্যুর কোলে ঢলে পড়ে । তবে এই ঘটনা জগদ্দল থানার বড় সাফল্য ৷ খবর পাওয়ার আনুমানিক 2 ঘণ্টার মধ্যে জেলার অন্য প্রান্ত থেকে অভিযুক্তদের হেফাজতে নিতে সমর্থ হয় জগদ্দল থানার পুলিশ । পুলিশ এদের থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে খুনের কারণ জানবেন । আগামিকাল হয়তো এদের বারাকপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হবে (Jagaddal Police arrests 3 over Shyamnagar shootout) ।

ভাটপাড়া শুটআউটের ঘটনায় 24 ঘণ্টা যেতে না যেতেই ফের গুলি চলেছে শ্যামনগরে । দুষ্কৃতীদের ছোড়া গুলিতে খুন হন বছর আঠেরোর তরুণ রোহিত দাস ৷ শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে জগদ্দল থানার শ্যামনগর 26 নম্বর রেলগেটের কাছে ৷

স্থানীয় সূত্রে খবর, রোহিত দাসের পরিবার শান্তিনিবাস পল্লির কাছে ভাড়া থাকে । জগদ্দল স্টেশনের পাশে একটি কদম গাছের তলায় বন্ধুদের সঙ্গে রোজ আড্ডা মারতেন তিনি । সেখানেই শনিবার রাত 2.30 নাগাদ মদের আসরে গুলিবিদ্ধ হন রোহিত ।

আরও পড়ুন: ভাটপাড়ার পর ফের শুটআউট শ্যামনগরে, গুলিতে খুন বছর আঠেরোর তরুণ

মৃতের বাবার অভিযোগ, ছেলেকে খুন করেছে পাশের বাড়িরই করণ নামের একটি ছেলে । দু'জনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল । গুলি লাগার সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । প্রায় 10 মিনিট মতো প্রাণ ছিল রোহিতের শরীরে । সেখানেই কোনওরকমে তিনি জানান, করণই তাঁকে গুলি করেছে । প্রসঙ্গত, ঘটনার পর থেকেই পলাতক করণ নামের ওই যুবক । এর আগে রোহিতের দুই বন্ধুকে থানায় নিয়ে গিয়ে জেরা করেছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details