পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জলমগ্ন এলাকা পরিদর্শনে জগদ্দলের বিধায়ক - Somnath Shyam

ঘূর্ণিঝড় যশের প্রভাবে গত বুধবার ও বৃহস্পতিবার প্রবল বৃষ্টি হয় জগদ্দলে ৷ জলমগ্ন হয়ে পড়ে উত্তর 24 পরগনা জেলার ভাটপাড়া পৌরসভার 35 নম্বর ওয়ার্ড ৷ সেই জল এখনও নামেনি ৷ নিচু এলাকা হওয়াতেই এই অবস্থা বলে দাবি স্থানীয়দের ৷ পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকা পরিদর্শনে যান বিধায়ক সোমনাথ শ্য়াম ৷

WB_N24Pgs_BKP01_JAGADDAL WATER LOG VISIT MLA
জলমগ্ন এলাকা পরিদর্শনে জগদ্দলের বিধায়ক

By

Published : May 28, 2021, 6:01 PM IST

জগদ্দল, 28 মে :জগদ্দলের জলমগ্ন এলাকা ঘুরে দেখলেন বিধায়ক সোমনাথ শ্য়াম ৷ এই এলাকা উত্তর 24 পরগনা জেলার ভাটপাড়া পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ৷ ঘূর্ণিঝড় যশের প্রভাবে গত বুধবার ও বৃহস্পতিবার এই এলাকায় প্রবল বৃষ্টি হয় ৷ সেই দুর্যোগ কেটে গেলেও কাটেনি দুর্ভোগ ৷ নিচু এলাকা হওয়ায় এখনও জমে রয়েছে বৃষ্টির জল ৷ ফলে বিপাকে পড়েছে এলাকার কয়েকশো পরিবার ৷

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে গত বুধবার ও বৃহস্পতিবার যে বৃষ্টি হয়, তাতেই এলাকার রাস্তা-ঘাট জলমগ্ন হয়ে পড়ে ৷ নিকাশি নালা উপচে জল ঢুকে পড়ে বাড়ির অন্দরেও ৷ ভুক্তভোগীদের অভিযোগ, এই এলাকা অত্যন্ত নিচু ৷ ফলে সামান্য বৃষ্টিতেই জল জমে যায় ৷ সেই জল নামতে অনেক দিন সময় লাগে ৷ জমা জলে মশা, মাছির উপদ্রব বাড়ে ৷ বাড়ে রোগ-ভোগ ৷ এই মুহূর্তে জলবাহিত বিভিন্ন অসুখ ও পোকা-মাকড়, সাপের ভয়ে দিন কাটছে বাসিন্দাদের ৷ পানীয় জলের কলও চলে গিয়েছে জমা জলের নীচে ৷

সমস্য়ার স্থায়ী সমাধানের আশ্বাস বিধায়কের ৷

আরও পড়ুন :ত্রাণ সরবরাহ প্রধান লক্ষ্য, হিঙ্গলগঞ্জের বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

এই অবস্থায় এলাকা পরিদর্শনে আসেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্য়াম ৷ তিনি জানান, কম দামে নিচু ধানী জমি কিনে বাড়ি তৈরি করে বসবাস করছে এখানকার পরিবারগুলি ৷ ফলে রাস্তা থেকে বসত বাড়ি অনেকটাই নিচুতে রয়েছে ৷ নিকাশি নালাগুলির অবস্থাও ভালো নয় ৷ তাই এই হাল ৷ সমস্য়া সমাধানে এলাকার নিকাশি ব্যবস্থা ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন বিধায়ক ৷ তবে সেটা সময়সাপেক্ষ ৷ আপাতত পাম্পের সাহায্যে জমা জল বের করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details