পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sexual Harassment: নাবালিকা পরিচারিকাকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার আইটি কর্মী - ইকোপার্ক থানার পুলিশ

নাবালিকা পরিচারিকাকে যৌন হেনস্তার (Sexual Harassment) অভিযোগ ৷ ইকোপার্ক থানার পুলিশ (Eco Park Police Station) গ্রেফতার করল মহম্মদ তালাহা নামে এক আইটি কর্মীকে ৷

it-worker-held-for-alleged-sexual-assault-on-minor-house-help
Sexual Harassment: নাবালিকা পরিচারিকাকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার আইটি কর্মী

By

Published : Nov 11, 2022, 8:19 PM IST

নিউটাউন (উত্তর 24 পরগনা), 11 নভেম্বর: নাবালিকা পরিচারিকাকে যৌন হেনস্তার (Sexual Harassment) অভিযোগে গ্রেফতার এক আইটি কর্মী । তাঁর নাম মহম্মদ তালাহা ৷ অভিযুক্তকে গ্রেফতার করল ইকোপার্ক থানার পুলিশ (Eco Park Police Station) । আজ ধৃতকে বারাসাত আদালতে তোলা হয় । তবে আদালত কী নির্দেশ দিয়েছে, তা শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়নি ৷

পুলিশ সূত্রে খবর, নিউটাউনের (New Town) হাতিয়ারায় অভিযুক্ত যুবকের ফ্ল্যাট রয়েছে ৷ সেখানেই তিনি স্ত্রী ও সন্তানকে নিয়ে থাকেন ৷ স্ত্রীর গর্ভাবস্থায় ওই নাবালিকাকে বাড়িতে এনে রাখা হয়েছিল ৷ তা প্রায় পাঁচমাস আগের ঘটনা ৷ ওই নাবালিকা উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাণসীর বাসিন্দা । কলকাতার নারকেলডাঙা এলাকায় এক আত্মীয়ের বাড়িতে থাকত । সেখান থেকেই নাবালিকাকে বাড়ির কাজের জন্য নিয়ে আসেন অভিযুক্ত আইটি কর্মী ৷

অভিযোগ, চার পাঁচ মাস ধরে একাধিকবার ওই আইটি কর্মী মহম্মদ তালাহা এই নাবালিকাকে যৌন হেনস্তা করেছে ৷ গতকাল বিকেলে ইকোপার্ক থানায় অভিযোগ দায়ের করে ওই নাবালিকা । এরপরই মহম্মদ তাল্লাহকে তাঁর হাতিয়ারার ফ্ল্যাট থেকে গ্রেফতার করে ইকোপার্ক থানার পুলিশ । তাঁর বিরুদ্ধে পকসো (POCSO) আইনে মামলা দায়ের হয়েছে ৷

যদিও অভিযুক্ত সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ৷ তাঁর দাবি, তিনি ওই নাবালিকাকে বকে ছিলেন । তার পর সে ঘর থেকে চলে যায় । এর পর তাঁর বিরুদ্ধে এই অভিযোগ করে ।

আরও পড়ুন:বারাণসীতে যৌন হেনস্তার শিকার ফরাসি পর্যটক, অভিযুক্ত গাইড

ABOUT THE AUTHOR

...view details