নিউটাউন (উত্তর 24 পরগনা), 11 নভেম্বর: নাবালিকা পরিচারিকাকে যৌন হেনস্তার (Sexual Harassment) অভিযোগে গ্রেফতার এক আইটি কর্মী । তাঁর নাম মহম্মদ তালাহা ৷ অভিযুক্তকে গ্রেফতার করল ইকোপার্ক থানার পুলিশ (Eco Park Police Station) । আজ ধৃতকে বারাসাত আদালতে তোলা হয় । তবে আদালত কী নির্দেশ দিয়েছে, তা শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়নি ৷
পুলিশ সূত্রে খবর, নিউটাউনের (New Town) হাতিয়ারায় অভিযুক্ত যুবকের ফ্ল্যাট রয়েছে ৷ সেখানেই তিনি স্ত্রী ও সন্তানকে নিয়ে থাকেন ৷ স্ত্রীর গর্ভাবস্থায় ওই নাবালিকাকে বাড়িতে এনে রাখা হয়েছিল ৷ তা প্রায় পাঁচমাস আগের ঘটনা ৷ ওই নাবালিকা উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাণসীর বাসিন্দা । কলকাতার নারকেলডাঙা এলাকায় এক আত্মীয়ের বাড়িতে থাকত । সেখান থেকেই নাবালিকাকে বাড়ির কাজের জন্য নিয়ে আসেন অভিযুক্ত আইটি কর্মী ৷