হাবড়া, 12 জানুয়ারি: "চার মাস পরে শুভেন্দু অধিকারী বিজেপিতে থাকবে কি না সন্দেহ । অনেকেই তৃণমূলে ফিরবে বলে লাইন দিয়ে আছে ।" মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ।
মঙ্গলবার, 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের 158তম জন্মদিবসে উত্তর 24 হাবরার চোংদা মোড় থেকে স্টেশন পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা হয় । দলের এই কর্মসূচিতে ছিলেন হাবরার তৃণমূল বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । স্টেশন রোডে স্বামীজির মূর্তিতে মাল্যদানের পরে হাবরা স্টেশনের সামনে একটি অস্থায়ী মঞ্চে বক্তব্য রাখেন তিনি । পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী ও শোভন চট্টোপাধ্যায় সম্পর্কে একাধিক মন্তব্য করেন জ্যোতিপ্রিয় মল্লিক । বিজেপিকে কটাক্ষ করে রাজ্যের খাদ্যমন্ত্রী বলেন, "স্বামীজিকে নিয়ে বিজেপি রাজনীতি করছে । এটা হওয়া উচিত না ৷ মহাপুরুষেরা আমাদের মাথায় উপরে থাকেন ৷ "
আরও পড়ুন: উত্তর 24 পরগনায় আজ শুভেন্দু ও জ্যোতিপ্রিয়র মিছিল দ্বৈরথ