দত্তপুকুর, 3 মে : বোমা ছুড়ে আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । মৃতের নাম হাসানুর রহমান (40) । ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে উত্তর 24 পরগনার দত্তপুকুরে । খুনের পিছনে রাজনৈতিক কোনও উদ্দেশ্য রয়েছে নাকি ব্যক্তিগত শত্রুতা রয়েছে তা খতিয়ে দেখছে দত্তপুকুর থানার পুলিশ । যদিও এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি শাসক শিবিরের ।
পরিবারের তরফে জানা গেছে , মৃত হাসানুর রহমানের বাড়ি দত্তপুকুরের কদম্বগাছি পঞ্চায়েতের উলা গ্রামে । গ্রামেই ফুচকা বিক্রি করতেন তিনি । পরিবারে স্ত্রী ছাড়াও তিন মেয়ে রয়েছে হাসানুরের । ভোটের আগে আইএসএফের সঙ্গে যুক্ত হন তিনি ৷ তারপর থেকেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল বলে জানিয়েছে তাঁর পরিবার ।
আজ সকালে বাড়ির পাশে দাঁড়িয়ে কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন ওই আইএসএফ কর্মী । তখনই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আচমকা তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ । দুষ্কৃতীদের হাত থেকে বাঁচতে প্রাণপণে দৌড় লাগান তিনি । দুষ্কৃতীরা হাসানুরের পিছু ধাওয়া করে তাঁকে লক্ষ্য করে পরপর কয়েকটি বোমা ছোড়ে বলে স্থানীয় সূত্রে খবর ।