বারাসত, 13 জুন: অভিষেক বন্দোপাধ্যায়ের বার্তাই সার! বিরোধীদের মনোনয়নে ফের বাঁধা দেওয়ার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। শুধু তাই নয় ! তৃণমূলের হাতে আইএসএফের এক মহিলা প্রার্থীও আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। হুমকি এবং দফায় দফায় অশান্তির জেরে শেষ পর্যন্ত মনোনয়ন না তুলেই বিডিও অফিস থেকে ফিরে যেতে হয় পাপিয়া বিবি নামে ওই আইএসএফ প্রার্থীকে। ঘটনা ঘিরে মঙ্গলবার রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর 24 পরগনার বারাসত 2 নম্বর ব্লক বিডিও অফিস চত্বর।
ঘটনার পরই পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভপ্রকাশ করেন আক্রান্ত ওই আইএসএফ প্রার্থী। তাঁর অভিযোগ, "পুলিশের সামনেই এই ঘটনা ঘটলেও তাঁরা এগিয়ে আসেননি সাহায্যের জন্য। উলটে, আইএসএফ সমর্থকরা সহযোগিতার জন্য এগিয়ে এলে তাঁদেরই সরিয়ে দেওয়া হয় বিডিও অফিস চত্বর থেকে।" এই ঘটনার মধ্য দিয়ে অভিষেকের সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার দাবি ঘিরে আবারও বড়সড় প্রশ্ন উঠে গেল !
24 ঘন্টা আগেই উত্তর 24 পরগনা জেলা সফরে এসে পঞ্চায়েত ভোট নিয়ে জেলার মন্ত্রী, বিধায়ক এবং সাংসদদের কড়াবার্তা দিয়ে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। দলের গোপন বৈঠকে জেলা নেতাদের স্পষ্ট বার্তা দিয়ে তিনি বলেছেন, "বিরোধীদের মনোনয়নে কোনও রকম বাঁধা সৃষ্টি কিংবা জুলুমবাজি করা যাবে না। তাঁদের মনোনয়নের ব্যবস্থা করতে হবে দলীয় নেতাদেরই। কারোর বিরুদ্ধে কোনও জুলুমবাজির অভিযোগ এলেই দল থেকে বহিষ্কার করা হবে তাঁকে।"