পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ব্যারাকপুর শিল্পাঞ্চলে বন্ধ ইন্টারনেট পরিষেবা, ব্যাহত অনলাইন স্টাডি - ব্যারাকপুর শিল্পাঞ্চলে বন্ধ ইন্টারনেট পরিষেবা

গঙ্গার ওপারে হুগলির চন্দননগরে দুই গোষ্ঠী সংঘর্ষের জেরে আগাম সর্তকতামূলক ব্যবস্থা হিসেবে পুলিশ-প্রশাসন ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়। হুগলির আঁচ পড়ে গঙ্গার এপারে ব্যারাকপুর শিল্পাঞ্চলের ভাটপাড়া ও জগদ্দল-সহ পার্শ্ববর্তী এলাকায় ।

Internet service closed in Barrackpore industrial area
ব্যারাকপুর শিল্পাঞ্চলে বন্ধ ইন্টারনেট পরিষেবা

By

Published : May 13, 2020, 8:57 PM IST

ব্যারাকপুর, 13 মে : ইন্টারনেট পরিষেবা বন্ধ উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় । ফলে সরকারি কাজ যেমন ব্যাহত । তেমনই বিভিন্ন স্কুল-কলেজের অনলাইন স্টাডি সম্পূর্ণ বিপর্যস্ত । বিপর্যস্ত অনলাইন মার্কেটিং ব্যাঙ্ক ও কম্পিউটার সংক্রান্ত যাবতীয় পরিষেবা । স্কুল-কলেজের তরফ থেকে ইতিমধ্যেই শিক্ষক মহল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছেন। ছাত্রছাত্রীদের অভিভাবকরাও তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন।

গঙ্গার ওপারে হুগলির চন্দননগরে দুই গোষ্ঠী সংঘর্ষের জেরে আগাম সর্তকতামূলক ব্যবস্থা হিসেবে পুলিশ-প্রশাসন ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়। সোশাল মিডিয়ার মাধ্যমে যাতে সংঘর্ষের গুজব সংক্রমিত না-হয়, তার জন্য প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে । হুগলির আঁচ পড়ে গঙ্গার এপারে ব্যারাকপুর শিল্পাঞ্চলের ভাটপাড়া ও জগদ্দল-সহ পার্শ্ববর্তী এলাকায় । ছাত্রছাত্রীদের অভিভাবকদের বক্তব্য, সংঘর্ষের মোকাবিলা করতে গিয়ে পুলিশ-প্রশাসন বিপাকে ফেলছে পড়ুয়াদের । লকডাউনের জেরে এমনিতেই ছাত্রছাত্রীরা পিছিয়ে পড়ছে । অনলাইন স্টাডির মাধ্যমে কোনও রকমে পড়াশোনা চালানোর চেষ্টা চলছে । তার মধ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ হওয়ায় সমস্যায় পড়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের হাজার হাজার পড়ুয়া ।

জেলাশাসক চৈতালি চক্রবর্তী জানিয়েছেন, প্রাথমিকভাবে গতরাত থেকে আজ রাত 12টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার কথা বলা হয়েছে । পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে । আবার বিভিন্ন মোবাইল সংস্থার পক্ষ থেকে গ্রাহকদের মেসেজ পাঠানো হয়েছে, আগামীকাল রাত পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে । ফলে ইন্টারনেট পরিষেবা ঠিক কবে স্বাভাবিক হবে তা নিয়ে ধন্দে রয়েছেন শিল্পাঞ্চলের বাসিন্দারা ।

For All Latest Updates

TAGGED:

Lockdown

ABOUT THE AUTHOR

...view details