পেট্রাপোল, 21 ফেব্রুয়ারি : অমর একুশ । মাতৃভাষার জন্য লড়াইয়ে পুলিশের গুলিতে প্রাণ যায় বাঙালি ছাত্রদের । আজ আপামর বাঙালির আবেগের দিন । সেই আবেগের মাহেন্দ্রক্ষণেই মুছে গেল ভারত-বাংলাদেশ কাঁটাতারের সীমারেখা । দুই বাংলার যৌথ উদ্যোগে উদযাপিত হল অমর একুশ ।ভাষাপ্রেমীদের বাঁধভাঙা আবেগের পারাপার রুখতে পারল না BFS ও BGB । কার্যত নীরব দর্শক হয়েই সেই মিলন দৃশ্য দেখল দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ।
বনগাঁর পেট্রাপোল সীমান্তের নো ম্যানস ল্যান্ডের অমর একুশের অনুষ্ঠান ঘিরে প্রতি বছরই দুই বাংলার মিলন উৎসব পালিত হয় । তবে, চলতি বছর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে কড়া নির্দেশ দেওয়া হয়, একমঞ্চে আর অনুষ্ঠান করা যাবে না । সেই মতো এপারে পেট্রাপোলে ও ওপারে বেনাপোলে দু'টি আলাদা মঞ্চ করা হয় আজ । নো ম্যানস ল্যান্ডে তৈরি হয়েছিল যৌথ শহিদবেদি । সেখানেই আজ সকাল সাড়ে ন'টা নাগাদ অনুষ্ঠান শুরু হয় । প্রশাসনিকভাবে বলা হয়েছিল দু'দেশের 75 জন করে প্রতিনিধি অনুষ্ঠানে যোগ দিতে পারবেন । সঙ্গে 10 জন করে সাংবাদিক । তাঁদের নামের তালিকাও BSF ও BGB-র হাতে দেওয়া হয়েছিল আগেই ।
আজ নো ম্যানস ল্যান্ডে যৌথ শহিদ বেদিতে মাল্যদান করেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও বনগাঁর পৌরপ্রধান শংকর আঢ্য । মাল্যদান করেন বাংলাদেশের সমবায় মন্ত্রী স্বপন ভট্টাচার্য ও যশোরের সাংসদ শেখ আফিলউদ্দিন । তারপরই ভারতীয় প্রতিনিধিরা বাংলাদেশের উদ্দেশে হাঁটা শুরু করেন । তাদের আটকানোর চেষ্টা করে BSF ও BGB । কিন্তু আবেগের মিছিলকে প্রতিরোধ করা যায়নি । ওপারের মঞ্চে প্রায় একঘণ্টা চলে অনুষ্ঠান । তারপর বাংলাদেশের প্রতিনিধিরাও আসেন এপারে । স্রোতের মতো । এবারও ঠেকাতে পারেনি দু'দেশের সীমান্তরক্ষী বাহিনী ।