বনগাঁ, 21 ফেব্রুয়ারি:আজ অমর একুশে ৷ ভাষা দিবস উপলক্ষে বেনাপোল ও পেট্রাপলের বন্দরের নো-ম্যানস ল্যান্ডে প্রতি বছরের মত এবছরও অস্থায়ী শহিদ বেদী তৈরি করা হয়েছে (International Mother Language Day) । সেখানেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো শ্রদ্ধার্ঘ্য শহিদ বেদীতে অর্পণ করেন দুই দেশের প্রতিনিধি দলের সদস্যরা। ভারতীয় প্রতিনিধি দলের ছিলেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ, ভাইস চেয়ারম্যান জোসনা আড্ডা, বিধায়ক বিশ্বজিৎ দাস, বনগাঁ পুলিশ সুপার জয়িতা বসু-সহ বনগাঁ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলারেরা । প্রধান অতিথি হিসেবে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আসার কথা থাকলেও তিনি আসেননি ।
এছড়াও বাংলাদেশের প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী স্বপন ভট্টাচার্য । তবে এদিন প্রশাসনিক নিরাপত্তার কারণে সাধারণ মানুষের প্রবেশ করার অধিকার ছিল না । নিদিষ্ট কিছু মানুষকে প্রশাসনের পক্ষ থেকে প্রবেশ পত্র দেওয়া হয়েছিল । নো-ম্যানস ল্যান্ডে বসার আসন ছিল ফাঁকা । দুই দেশে দু‘টি মঞ্চ করে ভাষা দিবসের উদযাপন করা হয়। এদিন নিরাপত্তার কারণে সকলের ভাষা দিবসের অনুষ্ঠানে প্রবেশের অধিকার ছিল না ৷ পেট্রাপোল সীমান্তের ভাষা দিবসে অংশ গ্রহণ করতে এসে প্রবেশ না-করতে পেরে মন ভার করে বাড়ি ফিরছেন অনেকে।