পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bagdah TMC Inner Clash : কো-অপারেটিভ সম্পাদক নির্বাচন ঘিরে বাগদায় ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল - বাগদায় ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল

বাগদায় কো-অপারেটিভ সোসাইটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে দুই তৃণমূল গোষ্ঠীর মধ্যের কলহ সামনে এল ৷ বিধায়ক ও ব্লক সভাপতিদের অনুগামীদের মধ্যে এই কোন্দলে অস্বস্তিতে দলীয় নেতৃত্ব (Bagdah TMC Inner Clash) ৷

Bagdah Cooperative Society
আষাঢ়ু লার্জ সাইজদ কোঅপারেটিভ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি লিমিটেড

By

Published : May 3, 2022, 11:48 AM IST

বাগদা, 3 মে : প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ বাগদায় কো-অপারেটিভ সমিতির সম্পাদক নির্বাচনে প্রার্থী দেওয়াকে কেন্দ্র করে বিরোধ বাধল বিধায়ক বিশ্বজিৎ দাসের অনুগামী এবং বাগদার পূর্ব ও পশ্চিম ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধে ৷ দিন কয়েক আগে ইফতার পার্টি নিয়েও এই দুই গোষ্ঠীর দ্বন্দ্ব সামনে এসেছিল । সেই রেশ কাটতে না কাটতে সোমবার শাসকদলের গোলমাল নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বনগাঁর রাজনীতিতে । ফলে অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব (Inner Conflict erupts in Bagdah TMC regarding President election in North 24 Parganas) ।

আষাঢ়ু লার্জ সাইজদ কো-অপারেটিভ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি লিমিটেড-এর ক্ষমতায় রয়েছে তৃণমূল । পরিচালন সমিতির ভোটে কয়েক বছর আগে তৃণমূল 12টি আসনে জয়লাভ করেছিল ৷ সম্পাদক হন অনিমেষ বাইন ৷ তিনি হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান । কয়েক মাস আগে স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে বিরোধ তৈরি হয় অনিমেষবাবুর । তখন অনিমেষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয় এবং অনাস্থা ভোটে পরাজিত হন তিনি । এরপরই অনিমেষ বিধায়ক বিশ্বজিৎ দাস ও তৃণমূল নেতা তরুণ ঘোষের ঘনিষ্ঠ হতে চেষ্টা করতে থাকেন । সোমবার ছিল নতুন সম্পাদক নির্বাচনের দিন ।

আরও পড়ুন : Cooch Behar TMC : 'আমাকে ল্যাং মেরেছে', নাম না করে পার্থ-কে আক্রমণ রবীন্দ্রনাথের

বাগদা পূর্ব ব্লকের সভাপতি পরিতোষ সাহা এবং পশ্চিম ব্লকের সভাপতি অঘোর চন্দ্র হালদারের সম্পাদক হিসেবে পছন্দের প্রার্থী ছিলেন গৌতম রায় । অন্যদিকে বিশ্বজিৎবাবুর গোষ্ঠীর পছন্দের প্রার্থী অনিমেষ বাইন । ভোটাভুটির উপলক্ষ্যে দু'পক্ষই প্রচুর লোকজন জড়ো করেছিল । এতে উত্তেজনা তৈরি হয় । শেষ পর্যন্ত ভোটাভুটিতে অনিমেষবাবু 6-5 ব্যবধানে জয়লাভ করেন ৷

এ বিষয়ে বিধায়ক বলেন, "একটি অশুভ চক্র দুর্নীতি করে পরিচালন সমিতির দখল নেওয়ার চেষ্টা করেছিল । কিন্তু তৃণমূল নেতৃত্ব সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছে ।" যদিও অঘোরবাবু জানিয়েছেন, পরিচালন সমিতি তৃণমূলেরই ছিল, এখনও তাই আছে । সদস্যরা চেয়েছিলেন বলে অনিমেষবাবুকে সরিয়ে দেওয়া হয়েছিল । সদস্যরা চেয়েছেন বলেই অনিমেষবাবু আবার সম্পাদক হয়েছেন । এর মধ্যে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই ।

ABOUT THE AUTHOR

...view details