শাসন, ১২ মার্চ : তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল শাসন থানার দাদপুর গ্রাম পঞ্চায়েত পাথরা গ্রাম। ঘটনার জেরে দুই গোষ্ঠীর পাঁচজন জখম হন। তাদের উদ্ধার করে বারাসত জেলা হাসপাতালে ভরতি করে স্থানীয় বাসিন্দারা।
শাসনে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, জখম পাঁচ
তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল শাসন থানার দাদপুর গ্রাম পঞ্চায়েত পাথরা গ্রাম। ঘটনার জেরে দুই গোষ্ঠীর পাঁচজন জখম হন।
তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ
গতরাত এগারোটা নাগাদ একটি জমিকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর কর্মীদের মধ্যে বচসা শুরু হয়। কিছুক্ষণ পরে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই গোষ্ঠীর লোকজনই বোমাবাজি করে বলে অভিযোগ। একটি পার্টি অফিস ও দোকানে ভাঙচুর করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থানে যায় শাসন থানার পুলিশ। তারা ঘটনাস্থান থেকে চারটি তাজা বোমা ও পাঁচ রাউন্ড গুলির খোল উদ্ধার করে। পুলিশ দুই গোষ্ঠীর সাতজনের নামে অভিযোগ দায়ের করেছে।