শাসন , 14 সেপ্টেম্বর : ভেড়ির লিজ়ের টাকা বন্টন নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ । বোমা ও গুলির লড়াইয়ে ফের উত্তপ্ত হয়ে ওঠে উত্তর 24 পরগনার শাসন । তৃণমূলের গ্রাম কমিটির বর্তমান ও প্রাক্তন সভাপতির অনুগামীদের মধ্যে সংঘর্ষের জেরে জখম হয়েছেে উভয়পক্ষের প্রায় সাত থেকে আটজন । স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায় লিজ়ের টাকা নিতে আসা গ্রামবাসীদের মধ্যে । পরে,শাসন থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ , পালটা অভিযোগ করলেও পুলিশের কাছে কোনও পক্ষই এখনও অভিযোগ দায়ের করেনি । তবে , উত্তেজনা থাকায় পুলিশি টহল চলছে এলাকায় ।
বারাসত দুই নম্বর ব্লকের শাসনের কীর্তিপুর এক নম্বর পঞ্চায়েতের বাদা গ্রাম । মূলত , ভেড়ি কেন্দ্রিক গ্রাম । ছোটো বড় মিলিয়ে প্রায় 10 -12 টা ভেড়ি রয়েছে । প্রায় 1200 একর ভেড়ির চিংড়ি চাষের টাকাই বাদা গ্রামের অর্থনীতির চালিকা শক্তি । বাদা গ্রাম কমিটির লোকজনই ভেড়ির লিজ় দেওয়া থেকে লিজের টাকা আদায়-সহ যাবতীয় কাজকর্মের তদারকি করে থাকেন । ভেড়ির লিজ়ের টাকা নিয়ে বাম আমলেও বারবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়েছে শাসন । এখন গ্রাম কমিটির দখলদারি এসেছে তৃণমূলের হাতে । তবে ,পরিস্থিতি খুব একটা বদল হয়নি বলে অভিযোগ ।
ভেড়ির লিজ়ের টাকার দখলদারি নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব , এলাকায় বোমাবাজির অভিযোগ - Inner clash in Trinamool in Sashon
ভেড়ির লিজ়ের টাকা বন্টনকে কেন্দ্র করে উত্তপ্ত উত্তর 24 পরগনার শাসন । তৃণমূলের গ্রাম কমিটির বর্তমান ও প্রাক্তন সভাপতির অনুগামীদের মধ্যে সংঘর্ষের জেরে জখম হয়েছেে উভয়পক্ষের প্রায় সাত থেকে আটজন ।
গ্রাম কমিটির মধ্যেও রয়েছে শাসক দলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব ।এই দ্বন্দ্বের জেরেই ফের উত্তপ্ত হয়ে ওঠে শাসনের বাদা গ্রাম । স্থানীয় সূত্রে জানা গেছে , বাদা গ্রামের গ্রাম কমিটির বর্তমান তৃণমূল সভাপতি বিশ্বনাথ মণ্ডল ।তাঁর সঙ্গেই দ্বন্দ্ব রয়েছে গ্রাম কমিটির প্রাক্তন তৃণমূল সভাপতি প্রবীর পাত্রের । দুই তৃণমূল নেতার গোষ্ঠীর বিবাদ আগে থেকেই ছিল । ভেড়ির লিজ়ের টাকা বন্টন নিয়ে সেই বিবাদ চরমে ওঠে । প্রথমে বচসা ৷ পরে দুই নেতার অনুগামীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে । সংঘর্ষ চলাকালীন বোমাবাজি হয় উভয়পক্ষের মধ্যে । গুলিও চলে বলে অভিযোগ । যেহেতু ভেড়ির লিজ়ের টাকা নিতে বাদা গ্রামের হাইস্কুল মাঠে স্থানীয় লোকজন জড়ো হয়েছিলেন , তাই এই সংঘর্ষের জেরে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরাও । অনেকেই ভয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেন । সূত্রের খবর , দু'পক্ষের সংঘর্ষে সাত থেকে আটজন জখম হয়েছেন । এদের মধ্যে প্রাক্তন সভাপতির অনুগামী সেকেন্দার আলি , বর্তমান তৃণমূল সভাপতি বিশ্বনাথ মণ্ডল সহ তিনজনের আঘাত গুরুতর । তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে । এদিকে,খবর পেয়ে শাসন থানার পুলিশ ঘটনাস্থানে আসে । এরপরই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয় । তবে নতুন করে যাতে গন্ডগোল তৈরি না হয় তার জন্য গ্রামে চলছে পুলিশি টহল ।
এই বিষয়ে বর্তমান সভাপতির ঘনিষ্ঠ স্থানীয় তৃণমূল নেতা খোকন বারিক বলেন,"প্রাক্তন সভাপতির অনুগামীরাই প্রথমে হামলা চালায় ।ব্যাপক মারধর করা হয় গ্রাম কমিটির সভাপতি বিশ্বনাথ মণ্ডলকে । রীতিমতো পরিকল্পনা করেই হামলা চালানো হয়েছে ৷ "
যদিও হামলার অভিযোগ অস্বীকার করে গ্রাম কমিটির প্রাক্তন সভাপতি প্রবীর পাত্র বলেন,"এর আগেও ভেড়ির লিজ়ের টাকা নিয়ে গড়মিল করেছে বর্তমান গ্রাম কমিটি । আমরা বলেছিলাম আগে পুরানো টাকার হিসেব দিতে হবে । তারপর লিজ়ের টাকা দেওয়া হোক গ্রামবাসীদের । কিন্তু তা না করেই আবার লিজ়ের টাকা বন্টন করা হচ্ছিল গ্রামবাসীদের মধ্যে । তার প্রতিবাদ করাতেই বর্তমান সভাপতি বিশ্বনাথ মণ্ডল ও তাঁর ঘনিষ্ঠরা হামলা চালায় । বোমাবাজিও করে বাদা গ্রামে ৷ "
অন্যদিকে,বিষয়টি নিয়ে শাসন থানার পুলিশ জানিয়েছে , "এখন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে । কোনও পক্ষই অভিযোগ দায়ের করেনি থানায় । তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ "