পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP Inner Clash : বিধায়কের উপস্থিতিতে দলের সদস্যদের মারধরের অভিযোগ, বনগাঁয় প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব

বনগাঁয় প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল (inner clash in bangaon bjp) ৷ বিজেপি বিধায়কের উপস্থিতিতে তাঁর অনুগামী ও মণ্ডল সভাপতির বিরুদ্ধে দলীয় নেতা-নেত্রীকে মারধরের অভিযোগ ৷

bjp
বনগাঁয় প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল

By

Published : Dec 27, 2021, 7:40 AM IST

বনগাঁ, 27 ডিসেম্বর : কর্মীসভাকে কেন্দ্র করে বনগাঁয় প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ৷ বিধায়কের উপস্থিতিতে বনগাঁ পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য ও গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেত্রীকে মারধরের অভিযোগ উঠল বিধায়কের অনুগামী ও মণ্ডল সভাপতির বিরুদ্ধে । রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার কালুপুর এলাকায় (inner clash in bangaon bjp) । এই ঘটনায় পঞ্চায়েত সমিতির সদস্য অর্ণব সুর ও তাঁর স্ত্রী তথা কালুপুর পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী লতিকা সুরকে আহত অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় ৷

এই বিষয়ে আহত বিজেপি সদস্য অর্ণব সুর জানান, বনগাঁ বিজেপি পরিবারের সদস্য হলেও তাঁদের কোনও সভায় ডাকা হয় না ৷ এদিন সভায় গিয়ে না-ডাকার কারণ জানতে চাইলে বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের উপস্থিতিতে তাঁর অনুগামীরা ও কালুপুর মণ্ডল সভাপতি বিশ্বজিৎ ঘোষ তাদের কয়েকজনের উপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে ও বেধড়ক মারধর করে । এমনকি লাথি মেরে তাঁদের সিঁড়ি থেকে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি ৷

আরও পড়ুন :Attack in BJP Party Office : বনগাঁ বিজেপি জেলা পার্টি অফিসে ভাঙচুর

বিজেপি সূত্রে জানা গিয়েছে, অর্ণব সুর ও লতিকা সুর সম্পর্কে স্বামী-স্ত্রী । রবিবার সন্ধ্যায় বনগাঁ দক্ষিণ বিধানসভার কালুপুর বাজার এলাকার একটি প্রেক্ষাগৃহে বিজেপির কর্মী সম্মেলন ছিল । সেখানে বিধায়ক স্বপন মজুমদার-সহ স্থানীয় বিজেপি নেতা-কর্মী উপস্থিত থাকলেও সেখানে বিরোধী গোষ্ঠীর অর্ণব ও লতিকাকে ডাকা হয়নি ।
আহতরা জানান, বিজেপির জনপ্রতিনিধি হওয়া সত্বেও এলাকায় দলের বিভিন্ন কর্মসূচিতে তাঁদেরকে জানানো হয় না । এলাকার বহু মানুষ ঘর-সহ বিভিন্ন সমস্যার কথা তাদের কাছে এসে বলেন ৷ কিন্তু বিধায়ক সেসব বিষয় নিয়ে তাদের সঙ্গে কোনও আলোচনা করেন না ৷ এদিন সেই বিষয়ে বলতে যাওয়াতেই তাঁদেরকে মারধর করা হয় ৷

আরও পড়ুন :বসিরহাটে প্রকাশ্যে BJP-র গোষ্ঠীদ্বন্দ্ব , দলীয় কার্যালয়ে তালা

যদিও বিজেপি বিধায়ক স্বপন মজুমদার এই ঘটনার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন, এই কথা সম্পূর্ণ ভিত্তিহীন ৷ আমি ঘটনাস্থলে ছিলাম না ৷ তাই পুরো বিষয়টি আমার জানা নেই ৷ এটা সম্পূর্ণ সাজানো ঘটনা । ওরা দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে আঁতাত করে চলছে । শুনেছি মিটিং চলাকালীন গিয়ে চেঁচামেচি করছিল । ওরা তৃণমূলে যাওয়ার জন্য একটা অজুহাত খুঁজছে তাই এই ঘটনা সাজিয়েছে ৷ ওদের মারধরের এমন কোনও ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই ৷

বনগাঁয় প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল
এ বিষয়ে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারম্যান শংকর দত্ত বলেন, "বিজেপি একটা নীতি বিরোধী দল ৷ ওদের মধ্যে কোনও আদর্শ নেই ৷ নিজেদের মধ্যে মারামারি করে ওরা শেষ হবে ।"

আরও পড়ুন :Bangaon BJP: বাকি ভাড়ার টাকা, বনগাঁ পার্টি অফিসে তালা দিলেন বিজেপি বিধায়ক

ABOUT THE AUTHOR

...view details