দেগঙ্গা, 19 অগাস্ট : আমফানের ক্ষতিপূরণ নিয়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল৷ দূর্নীতির কারণে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠল দলেরই একাংশের বিরুদ্ধে ৷ সোমবার রাতে দেগঙ্গার বেলিয়াঘাটা এলাকার ঘটনা ৷ দেগঙ্গার এক নম্বর পঞ্চায়েতের তৃণমূল সদস্যের বাড়িতে এই হামলা চলে ৷ তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ ৷ এখনও পর্যন্ত কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি৷ যদিও ওই সদস্য সোহরাব মল্লিকের আমফানের ক্ষতিপূরণ নিয়ে তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ৷
সোহরাব মল্লিকের অভিযোগ, দলের কয়েকজন তাঁর বাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে ৷ বাড়ির অন্দরে ভাঙচুর চালায় ৷ জানলা ভেঙে চম্পট দেয় হামলাকারীরা ৷ তাঁর কথায়, "আমফান ক্ষতিপূরণ নিয়ে মিথ্যে অভিযোগ করা হচ্ছে আমার বিরুদ্ধে ৷ আমার কোনও নিকট আত্মীয় কিংবা কাছের মানুষের নাম আমফান ক্ষতিপূরণের তালিকায় দেওয়া হয়নি ৷ ফলে ক্ষতিপূরণের টাকা পাওয়ার প্রশ্নই ওঠে না ৷ এই নিয়ে প্রথম থেকেই দলের কয়েকজন আমার বিরুদ্ধে চক্রান্ত করছে ৷ বদনাম করতেই পরিকল্পিতভাবে আমার বাড়িতে হামলা চালানো হয়েছে ৷ গোটা ঘটনা পুলিশকে জানিয়েছি ৷ জেলা নেতৃত্বকেও বিষয়টি জানাব৷"