পেট্রাপোলের জিরো পয়েন্টে মাল খালি করার প্রস্তাব বাংলাদেশকে - lockdown update
সম্প্রতি পেট্রাপোল ক্লিয়ারিং ও ব্যবসায়ী সমিতিগুলিকে ব্যবসা চালু করার নির্দেশ দেওয়া হয় । তারা চাইলে পেট্রাপোল ও বেনাপোলের জিরো পয়েন্টে সামাজিক দূরত্ব বজায় রেখে আমদানি ও রপ্তানি চালু করতে পারে ।
পেট্রাপোল, 30 এপ্রিল : লকডাউনে দীর্ঘদিন বন্ধ ভারত-বাংলাদেশ আমদানি ও রপ্তানি । গতকাল দুই দেশের বৈঠকে বাংলাদেশের কাছে বাণিজ্য শুরু করার প্রস্তাব দেয় ভারত । সামাজিক দূরত্ব বাজায় রেখে পেট্রাপোলের জিরো পয়েন্টে মাল খালি করার প্রস্তাব দেয় পেট্রাপোল ক্লিয়ারিং সংগঠন ।
সূত্রের খবর, সম্প্রতি পেট্রাপোল ক্লিয়ারিং ও ব্যবসায়ী সমিতিগুলিকে ব্যবসা চালু করার নির্দেশ দেওয়া হয় । তারা চাইলে পেট্রাপোল ও বেনাপোলের জিরো পয়েন্টে সামাজিক দূরত্ব বজায় রেখে আমদানি ও রপ্তানি চালু করতে পারে । সেইমতো গতকাল সকালে বেনাপোলের ক্লিয়ারিং সংগঠন, ব্যবসায়ী ও কাউন্টার সমিতির সঙ্গে বৈঠক করেন পেট্রাপোল ক্লিয়ারিং ও ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা । সেখানে ভারতের পক্ষ থেকে জিরো পয়েন্টে মাল খালি করার প্রস্তাব দেওয়া হয় । কিন্তু বাংলাদেশ পক্ষ থেকে ইতিবাচক তেমন কোনও উত্তর আসেনি । তারা জানিয়েছে, দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানাবে ।
পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট সংগঠনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, “লকডাউনে পেট্রাপোলে প্রায় আড়াই হাজার পণ্যবোঝাই ট্রাক দাঁড়িয়ে আছে । তার মধ্যে চারশো গাড়িতে রয়েছে পচনশীল পণ্য । আমাদের দেশের সরকার সামাজিক দূরত্ব বজায় রেখে আমদানি রপ্তানি শুরু করতে অনুমতি দিয়েছে । সেই সঙ্গে জিরো পয়েন্টে পণ্য খালি করার অনুমতিও মিলেছে । সেইমতো আমরা বাংলাদেশের ক্লিয়ারিং এজেন্ট সংগঠনের সঙ্গে কথা বলেছি । তারা অবশ্য কোনও সাড়া দেয়নি । বাংলাদেশ সম্মতি দিলেই কাজ শুরু হবে । আমরা অপেক্ষায় আছি ।”